ক্যানসার চিকিৎসার মধ্যেও কাজ চালিয়ে গেছেন কিরণ
কিরণ খের। এএনআই
ভারতীয় অভিনেত্রী কিরণ খের ২০২০ সালে ‘মাল্টিপল মায়লোমা’ নামে একধরনের ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তিনি সম্প্রতি ক্যানসারের সঙ্গে তাঁর দীর্ঘ এবং কঠিন লড়াইয়ের নানা কথা ভাগাভাগি করেছেন। ভারতীয় গণমাধ্যম ‘নিউজ ১৮’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ক্যানসার চিকিৎসার মধ্যেও তিনি নিজের কাজ চালিয়ে গেছেন। এমনকি ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’-এর বিচারক হিসেবে তাঁর ভূমিকায় অবিচল ছিলেন। কখনো শোয়ের কাজে অব্যাহতির কথা তিনি ভাবেননি।
কিরণ খের জানান, তিনি ক্যানসারের চিকিৎসা চলাকালে অভিনয় থেকে দূরে সরে ছিলেন।
কিরণ খের। এএনআই
শুধু তাঁর নিজের শহর চণ্ডীগড়ে থাকার সময় ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’-এর বিচারক হিসেবে কাজ করেছিলেন।
কিরণ জানান, তিনি শোটি করার জন্য চুক্তিবদ্ধ ছিলেন। তবে ছবির কাজসহ অন্যান্য কাজ এড়িয়ে গিয়েছিলেন ওই সময়। কারণ, সেই সময় তাঁকে কঠিন চিকিৎসার মধ্য দিয়ে যেতে হচ্ছিল। এর মধ্যেও তিনি ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’-এ তাঁর কাজ চালিয়ে যাচ্ছিলেন কেবল মনে জোরে। কারণ তাঁদের বিপদে ফেলে তিনি শোটি ছেড়ে দিতে পারেননি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সবাই ভয় পায় যে একদিন ক্যানসার বা সেটির মতো ভয়ংকর কোনো রোগ হতে পারে; কিন্তু যখন তা ঘটে, তখন সেটি মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। সব পার্শ্বপ্রতিক্রিয়াসহ ক্যানসারের চিকিৎসা রোগটার থেকেও অনেক বেশি কষ্টকর।’
দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে আগের থেকে অনেকটা সুস্থ হয়ে উঠলেও তাঁর চিকিৎসা এখনো চলছে। তিনি বলেন, ‘কিছুদিন ছাড়া এই চিকিৎসা থেকে একটা লম্বা বিরতি মেলে; কিন্তু আমার এই চিকিৎসা বছরের পর বছর ধরে চলবে।’