কেরু অ্যান্ড কোম্পানিতে আরও ৪ বোমাসাদৃশ্য বস্তু

চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির অফিসের পেছনে আরও চারটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে গত তিনদিনে ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধারের পর র্যাবের বোম ডিসপোজাল টিম নিষ্ক্রিয় করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কোম্পানি চত্বরে কর্মরত চা দোকানি আকাশ বলেছেন, লাল রঙের টেপ দিয়ে মোড়ানো বোমার মত বস্তুগুলো রাখা হচ্ছে। মনে হচ্ছে চায়ের দোকানেও রেখে যেতে পারে। দোকানে থাকলেও আতঙ্কে রয়েছি।

কেরু কোম্পানির এক কর্মী জানান, এ ধরনের ঘটনা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর জানান, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। আতঙ্ক সৃষ্টির জন্য এসব করা হচ্ছে।
কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেছেন, উদ্বেগজনক ঘটনা এটি। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক যাতে অপরাধীরা আইনের আওতায় আসে।






















