কেরানীগঞ্জে রূপালী ব্যাংক থেকে জিম্মিদের উদ্ধার, ৩ ডাকাত আটক
রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত দলের হাতে জিম্মি হওয়াদের উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীরা সদস্যরা। অক্ষত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে তাদের।
এ সময় তিন ডাকাতকে আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে ব্যাংকটি থেকে জিম্মি ও ডাকাতদের নিয়ে বের হতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
এ বিষয়ে কিছুক্ষণের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।
এর আগে রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, আমরা ব্যাংকে আটকে পড়া কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, টাকা লোপাট হয়নি। তবে বাইরে সাধারণ জনতা, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতির কারণে ডাকাতরা ভয়ে আছে। আমাদের ১০-১২ কর্মকর্তাকে জিম্মি করে রাখলেও তারা (ডাকাতরা) নিরাপদে (সেইফ এক্সিট) বের হতে চাইছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছেন, কিছুক্ষণের মধ্যে অভিযান পরিচালনা করা হবে। অভিযান পরিচালনা করতে অন্যান্য বাহিনীগুলোর মধ্যে আলোচনা চলছে।
ব্যাংকের জিএম ইসমাইল হোসেন শেখ সাংবাদিকদের বলেন, ব্যাংকের ভেতরে ৩ জন ডাকাত অস্ত্রসহ ঢুকেছে। তারা আটকা পড়ার পর নিরাপদ প্রস্থান ও ১৫ লাখ টাকা দাবি করছে। আইনশৃঙ্খলা বাহিনী ও আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
ব্যাংকটির জনসংযোগ কর্মকর্তা এহতেশামুজ্জামান বলেন, দুপুরের দিকে দুজন অস্ত্রধারী ডাকাত রূপালী ব্যাংকের ওই শাখায় ঢুকে ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে ফেলে। তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এ কারণে প্রথম দিকে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। তবে ভেতর থেকে কৌশলে কয়েকজন কর্মকর্তা মেসেজের মাধ্যমে আমাদের জানান বিষয়টি। কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এখন পর্যন্ত। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাইকে নিরাপদে উদ্ধার করার চেষ্টা করছেন।