কেন্দুয়ায় শহীদ ফায়ার ফাইটার শামীম আহমেদের নামে পাঠাগার স্থাপন

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনের আগুন নেভাতে গিয়ে শহীদ হন ফায়ার ফাইটার, নেত্রকোণার কেন্দুয়া উপজেলার শামীম আহমেদ। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতী গ্রামে ফায়ার ফাইটার শামীমের শিশু ছেলে নাবিল আহমেদকে সঙ্গে নিয়ে পিজাহাতী আদর্শ যুব সমাজ প্রতিষ্ঠিত ‘শহীদ ফায়ার ফাইটার শামীম আহমেদ স্মৃতি পাঠাগার’ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।
এসময় মোজাম্মেল হক রনির সভাপতিত্বে ও রবিউল আউয়াল আলমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নেত্রকোণার সিনিয়র স্টেশন অফিসার খানে আলম, কেন্দুয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী, ফায়ার ফাইটার শামীমের বড় ভাই মোহাম্মদ রুহুল আমিন, চাচাতো ভাই আব্দুল বারী বকুল, স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক রনি, সালাহউদ্দিন সালাম এবং বাছিরুজ্জামান বাছির।
আলোচনা সভায় বক্তারা শহীদ শামীম আহমেদের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। এসময় শামীমের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন অতিথিরা।
পরে ফায়ার ফাইটার শামীম আহমেদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।