কেন্টে BDK’র আয়োজনে ঈদ রিইউনিয়ন ও মেজবানে বহু জাতিগোষ্ঠীর মিলনমেলা

BDK — গত চার বছর ধরে কেন্টে বসবাসরত বাঙালিদের প্রাণের সংগঠন হিসেবে নিজস্ব অবস্থান গড়ে তুলেছে। বাংলাদেশি ও অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির সেতুবন্ধন তৈরিতে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক আয়োজন করে আসছে এই সংগঠন।
‘বাংলাদেশীজ অ্যান্ড কেন্ট’ নামে যাত্রা শুরু করলেও সংগঠনটি পরে BDK নামে স্থানীয়দের কাছে অধিক পরিচিত হয়ে ওঠে। সংগঠনটির মূলমন্ত্র— “Bringing Diversity in Kent”।
কেন্টের ইতিহাসে প্রথম ওপেন এয়ার মেলা ‘Kent Multicultural Festival’, কমিউনিটি স্পোর্টস ডে সহ বেশ কিছু ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করেছে BDK। এই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় ঈদ রিইউনিয়ন ও মেজবান।
প্রায় ৫০০ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই উৎসবে শুধু বাঙালিরাই নয়, স্থানীয় আফ্রিকান ও পাকিস্তানি কমিউনিটির সদস্যরাও অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জনাব সাইদুল চৌধুরী, যিনি উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
ডার্টফোর্ডের মেয়র পিটার ওয়াপ-শট এই ব্যতিক্রমী আয়োজনে কমিউনিটিকে একত্রিত করার প্রয়াসের জন্য BDK’র ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২০ জুলাই অনুষ্ঠিত হবে নতুন প্রজন্মের অংশগ্রহণে “Jaming – Next Gen” এবং ২৪ আগস্ট দ্বিতীয় Kent Multicultural Festival।
এই সফল আয়োজনের নেপথ্যে ছিলেন— মানিক, সাজেল, মোয়াজ্জেম, জন, ইভা, ময়না, চিত্রা, জিন্নাত, রাসেল, তুষার, আরশাদ, রুবেল, তানভীর ও রওনকসহ আরও অনেকে।