কুষ্টিয়ার ভেড়ামারায় প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪জন আহত হয়েছে। এসময় ভাংচুর ও লুটপাট করা হয়েছে তাদের বাড়ী ঘর। গতকাল দুপুরে উপজেলার ১২ মাইল এলাকার মুসুল্লিপাড়ায় এই ঘটনা ঘটে। আহতরা ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় ভেড়ামারা থানায় একটি অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা।
হামলার স্বীকার আবু মন্ডল বলেন, আমরা জমিতে কৃষি কাজ করছিলাম। হঠাৎ প্রতিবেশী মওলা, বাবু ও রেজাউল করিমসহ তাদের লোকজন আমাদের উপর অতর্কিত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমিসহ আমার ভাই বাবু মন্ডল, সাইফুল মন্ডল ও ভাবী মোছাঃ মঞ্জিরা খাতুন আহত হয়। হামলাকারীরা আমাদের বাড়ীঘর ভাংচুর করেছে এবং ঘরে থাকা নগদ এক লক্ষ আশি হাজার টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। পূর্ব শত্রæতার জেরে এই হামলা ঘটনা ঘটেছে বলে জানিয়ে এর সুষ্ট বিচার চান ভুক্তভোগী পরিবার।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম জানান, এই হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।