সংবাদ শিরোনাম:
কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগ

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ১২ বছরের এক শিশু কন্যাকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ধ’র্ষ’ণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে সাব্বির (২০)। শিশুটি কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার পোড়াদহ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মিরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
শিশুটির স্বজনরা প্রতিবেদককে জানান, “গতকাল তামাকের কাঠি কোড়ানোর টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ভূট্টা ক্ষেতে নিয়ে গিয়ে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করেছে সাব্বির। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল থেকে উদ্ধার করে শিশুটিকে হাসপাতালে নিয়ে যান উপস্থিত ব্যক্তিরা।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা.হোসেন ইমাম প্রতিবেদককে বলেন, “শিশুটি শঙ্কামুক্ত হলেও শারীরিকভাবে অসুস্থ। তার সুচিকিৎসা ও দ্রুতই সব পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।”
বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম প্রতিবেদককে বলেন, “গতকাল ১২ বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্তকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।”
Tag :
Please Share This Post in Your Social Media
Translate »