প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ২:১২ পি.এম
কুষ্টিয়ায় জামায়াত কর্মী খোকন মোল্লার জানাজা ও দাফন সম্পন্ন :: চোখের পানিতে বিদায় দিলেন হাজার হাজার মানুষ
কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়ায় বিএনপি নামধারী জাসদের হামলায় জামায়াত কর্মী শহীদ খোকন মোল্লার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার সকালে মিরপুর উপজেলার আমলা বুরাপাড়া মেটন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় দলমত নির্বিশেষে হাজার হাজার জনসাধারণ অংশ গ্রহন করেন।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-যশোর অঞ্চল পরিচালক অধ্যক্ষ খন্দকার একে এম আলী মুহসীন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দ্দার, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা নায়েবে আমির আব্দুল গফুর, মিরপুর উপজেলা আমীর মাওলানা রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। জানাজায় পরিবারের পক্ষ থেকে শহীদ খোকন মোল্লার পিতা ও বড় ভাই বক্তব্য রাখেন।
জানাজায় ইমামতি করেন কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম।
উল্লেখ্য যে, গত রবিবার কুষ্টিয়া মিরপুর উপজেলার বুরাপাড়া মেটন মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে জাসদ নেতা নব্য বিএনপি নাসির বাহিনী জামায়াতের একটি সভায় অংশ গ্রহনকারীদের উপর নগ্ন হামলা চালায়। এ হামলায় খোকন মোল্লাসহ ৩৫ জন আহত হয়। চিকিৎসাধীন গুরুতর আহত খোকন মোল্লার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে তাকে ঢাকায় রেফার্ড কন্ হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান খোকন মোল্লা।
Copyright © 2025 Londonbdtv.co.uk. All rights reserved.