কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না রাখায় গাইবান্ধায় প্রতিবাদ ও মানববন্ধন

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না রাখায় বুধবার গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখা এই প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন থেকে ‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, শিক্ষা একটি অধিকার, অনুগ্রহ নয়’ সহ বিভিন্ন স্লোগান দেয়া হয়।
প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি মো. আবেদ আলী, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, মো. সোলায়মান হোসেন, রেজাউন্নবী সরকার, পরিচালক মো. এনামুল হক নয়ন, প্রধান শিক্ষক আবু সুফিয়ান মো. টিপু, শিক্ষক অনিমেশ কুমার রায়, জুয়েল রানা মৃধা বাবু, গোলাম রব্বানী, নাহিদ হোসেন খান, হাফেজ আব্দুর সাফি, তন্বী দাস প্রমূখ।
বক্তারা বলেন, এই সরকার কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীদের উপর বৈষম্য করছে। জুলাই-আগস্ট আন্দোলনের পর এ দেশে আর কোনো বৈষম্য থাকবে না। অথচ সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তারা বৈষম্যের সৃস্টি করে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করছে। তাই বক্তারা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবি জানান।