ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের একটি গ্রুপের ওপর বন্দুকধারীদের গুলিতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যেখানে হামলা হয়েছে সেটি একটি বিস্তৃত তৃণভূমি। ওই স্থানটিতে শুধুমাত্র ঘোড়া অথবা পায়ে হেঁটে যাওয়া যায়। মঙ্গলবার সকালে সেখানে পর্যটকদের একটি দল গিয়েছিল। ওই সময় তাদের ওপর হামলা হয়।
জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানিয়েছেন, নিহতের সংখ্যা এখনো নিরূপণ করা হচ্ছে। তিনি বলেছেন, বেসামরিকদের ওপর এখন পর্যন্ত আমরা যেসব হামলা দেখেছি সেগুলোর তুলনায় এটি অনেক বড়।
এতে বলা হয়, পাহালগামের বৈসরান উপত্যকার উপরের তৃণভূমিতে গুলির শব্দ শোনা গেছে , যা একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। সন্ত্রাসীরা স্পষ্টতই ছদ্মবেশে ছিল এবং এটি একটি লক্ষ্যবস্তু আক্রমণ বলে মনে করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে সন্ত্রাসীরা জঙ্গল থেকে বেরিয়ে এসে নির্বিচারে গুলি চালাতে শুরু করে।
হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। সেখানকার লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, ঘটনাস্থলে আর্মি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই হামলার নিন্দা জানিয়েছে তিনি বলেন, ‘আমি অবিশ্বাস্য হতবাক। পর্যটকদের ওপর এই হামলা ঘৃণ্য কাজ।’পুলিশ জানিয়েছে বেশ কয়েকজন পর্যটককে হাসপাতালে নেওয়া হয়েছে। এলাকাটি ঘিরে তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে, কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।