কালিয়াকৈর তারুণ্য মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে তারুণ্য মেলা বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার(২০ জানুয়ারি) সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ প্রাঙ্গণে তারুণ্য মেলা ওপিঠা সংস্কৃতিক উৎসব আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে প্রফেসর ডক্টর সুফিয়া বেগম ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের সকল ছাত্র বৃন্দ অনুষ্ঠানটি উপভোগ করেন।
পিঠা উৎসবের জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে শিক্ষক মন্ডলী ছাত্র-ছাত্রী, উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ ও অভিভাবকরা উক্ত তারণ্য মেলায় ও পিঠা উৎসবে মেতে উঠেছেন উক্ত কলেজের ছাত্রদের মধ্যে রয়েছে তোফায়েল, সিফাত, সাইমন, রাজীব শিকদার, মোঃসিয়াম, জিহাদ, বায়জিদ,আরিফ, শান্ত, লিমন, ওমর, আশিক, ফাহিম, আসাদ, শাহেদ, মাজেদুল, ও আরো সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উৎসবে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী গ্রাম বাংলার পিঠার সমারোহে শিক্ষার্থীরা মেতেছিল আনন্দে। পিঠাগুলো শিক্ষার্থীদের হাতের তৈরি সেগুলো উৎসবের মূল আকর্ষণ ছিল। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও পিঠার উপস্থাপন কৌশল সবাইকে মুগ্ধ করেছে।
উৎসবটি গ্রামীণ সংস্কৃতি, ঐতিহ্য বন্ধুত্বের এক মিলনমেলায় পরিণত হয়। অতিথিরা পিঠার প্রশংসা করেন এমন উদ্যোগকে নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রফেসর ডক্টর সুফিয়া বেগম জানান,
তারুণ্য মেলা ও সৃজনশীল পিঠা উৎসবে সকল শিক্ষার্থীর পাশে থাকবেন এমন আয়োজনে তিনি আরো জানান আমরা সকলেই মুগ্ধ এমন আয়োজনকে আমরা সকল শিক্ষক শিক্ষিকা এর পক্ষ থেকে কলেজের ছাত্র-ছাত্রীদের এমন একটি আয়োজনে আমরা পাশে থাকব সকলকে পাশে থাকার আহ্বান জানান তিনি