গাজীপুরের কালিয়াকৈর ফুলবাড়িয়া মাওনা আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বাবা মা, ছেলে নিহতের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে মাওনা এলাকা থেকে সিএনজি যুগে ৫জন যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা দেন। ফুলবাড়িয়া ইউনিয়নের বড় চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের মুখে মুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি দুমড়ে মুছে যায়।
ঘটনাস্থলে বাবা জাহিদ ও মা নাসরিন তার ছেলে আবু হোরাইরা নিহত হন। এ সময় জাহিদের স্ত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পুলিশ। তারা সবাই বগুড়া জেলার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দার বলে জানিয়েছেন ফুলবাড়িয়া ফাড়ির ইনসার্জ মোঃ সুরুজ্জামানপুলিশ।