গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর উত্তর গজারিয়া এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে বৃহস্পতিবার সকাল ১০টায় একজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হলেন, কুড়িগ্রাম জেলার রাজার হাট উপজেলার আব্দুল জলিলের ছেলে সাহেব আলী(৬০) এলাকাবাসী ও পুলিশ সূত্র জানা যায়, বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে সূত্রাপুর গজারিয়া এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ পড়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী ।খবর পেয়ে সকাল নয়টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠায় নাওজোড় হাইওয়ে পুলিশ ।এসময় নিহতের সাথে থাকা ভোটার আইডি কার্ডে থাকা পরিচয় পত্রের মাধ্যেমে ওই ব্যাক্তির পরিচয় সনাক্ত করে পুলিশ । নাওজোর হাইওয়ে পুলিশের উপ-পরির্দশক আল আমিন জানান মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।নিহতের স্বজনদের খবর পাঠনো হয়েছে ।প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সড়ক র্দূঘটনায় নিহত হতে পারে শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহৃ রয়েছে ।এ বিষয়ে আইনত ব্যবস্থা প্রক্রিয়াদীন ।