কালিয়াকৈরে বিএনপির আনন্দ মিছিল

চৌধুরী ইশরাক সিদ্দিকীকে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ঘোষণা করায় রোববার বিকেলে কালিয়াকৈর উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করেছে স্থানীয় বিএনপি।
দলীল সুত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আ্যডভোকেট রহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞাপ্তিতে গাজীপুর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে ফজলুল হক মিলন কে আহবায়ক, শাহ রিয়াজুল হান্নান কে ১ম যুগ্ম আহবায়ক ও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী কে যুগ্ম আহবায়ক ঘোষণা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশ পেলে কালিয়াকৈর উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করা হয়।চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সমর্থকরা বলেন,গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নির্বাচিত হওয়ায় প্রমান হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনিই মনোনয়ন পাবেন।বিএনপির প্রতিষ্ঠাতা কোষাদক্ষ,সাবেক এমপি ও মন্ত্রী চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকীর উপযুক্ত সন্তান হিসেবে চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী পিতার আসন অলংকিত করবেন