"নেই পাশে কেউ যার,সমাজসেবা আছে তার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিয়াকৈরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২:৩০টায় অনুষ্ঠানটি উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে ।
অনুষ্ঠানের শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় সমাজ সেবা দিবসের উদ্বোধন করা হয়েছে
দিবসের একটি র্যালী বের করা হয়, র্যালী শেষে উপজেলা হলরুম এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সমাজসেবা দিবসে সুদ মুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ,উপজেলা সমাজকল্যাণ কমিটির অনুদান বিতরন,ওয়াকাথন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান, শ্রেষ্ঠ কর্মী, শ্রেষ্ঠ পরিবার,(ঋণগ্রহীতা)শ্রেষ্ঠ কর্মদল শ্রেষ্ঠ গ্রাম কমিটির পুরস্কার বিতরণ করা হয়, পুরস্কার প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন, সন্মাননা স্মারক প্রদান করা হয়। কল্যান রাষ্ট্র গঠনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা ও নতুন প্রজন্মের প্রত্যাশা বিষয়ক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি,) দিল আফরোজ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমা