বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারা দেশে বৃক্ষরোপণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি বিশেষ বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেছে। উপজেলা আনসার কর্মকর্তা টুটুল মিয়ার নেতৃত্বে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন উপজেলার ৯টি ইউনিয়ন এবং পৌরসভার আনসার সদস্যরা।
এরই ধারাবাহিকতায় মধ্যপাড়া ইউনিয়নেও আনসার ভিডিবি দলনেতা দেলোয়ার হোসেন এবং ইউনিয়ন কমান্ডার সদর আলীর নেতৃত্বে বৃক্ষরোপণ অভিযান-২০২৫ পরিচালিত হয়। এসময় অবসরপ্রাপ্ত আনসার কর্মকর্তা মিজানুর রহমান, জামালপুর আবির দেওয়ান কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা বাবুল দেওয়ান এবং মধ্যপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন জাতের ফলজ ও বনজ চারা বিতরণ ও রোপণ করেন।
এছাড়াও ইউনিয়ন আনসার দলনেত্রী নুরজাহান বেগম, পলাশতলি আনসার উন্নয়ন গ্রামের সভাপতি শামসুদ্দিন খান এবং অন্যান্য আনসার বাহিনীর সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অভিযানের মূল লক্ষ্য স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের মাধ্যমে পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলা। বৃক্ষরোপণ কার্যক্রমটি স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন ও পরিবেশবান্ধব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।