মাদারীপুরের কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির (২০২৬-২৭) সালের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি পদে এইচ এম মিলন (দৈনিক যুগান্তর/একাত্তর টিভি) ও সাধারন সম্পাদক পদে নাসিরউদ্দন লিটন (রুপালী বাংলাদেশ) পুনরায় নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকালে উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সকল সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহবুবা ইসলাম।
নব গঠিত কমিটিতে সহ সভাপতি পদে কাজী কামরুজ্জামান(দৈনিক সকালের সময়),সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক রকিবুজ্জামান(একুশে টিভি,দৈনিক মানবকন্ঠ ও কালচক্র ২৪), সাংগঠনিক সম্পাদক আবির হাসান পারভেজ (দৈনিক বাংলাদেশ বুলেটিন), দপ্তর সম্পাদক সৈয়দ শামীম (দৈনিক নিরপেক্ষ),কোষাধক্ষ্য মোহাম্মদ জাকির হোসেন (প্রগতি টিভি,দৈনিক সকালের সময়),প্রচার সম্পাদক মেহেদী হাসান মাসুম(দৈনিক প্রতিদিনের সংবাদ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন মুন্সি(দৈনিক সময়ের কাগজ), সমাজ সেবা সম্পাদক মহিউদ্দিন মাহি (দৈনিক কালবেলা) নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন কার্যকরী সদস্য সুমন আহমেদ বাবু(দৈনিক মাদারীপুর সংবাদ),আসাদুজ্জামান লিমন(ঢাকা মেইল),শামীম আহসান(আরটিভি), তবারক হোসেন (দৈনিক সময়ের কাগজ), সাধারণ সদস্য তাজুল ইসলাম বাবু (দৈনিক আলোর জগত),মোঃ শাকিল হোসেন(দৈনিক দক্ষিণের খবর), মোঃ আতিকুর রহমান (দৈনিক প্রতিদিনের কাগজ) এবং হেমায়েত হোসেন (দৈনিক আলোকিত সময়)।
এদিকে নবনির্বাচিত এ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মাদারীপুর জেলা ও কালকিনি এবং ডাসার উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল।