হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার ১০টি ইউনিয়নের ২৩টি পূজামন্ডপ পরিদর্শন এবং সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গনশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকন।
সোমবার বিকেল ৩টা থেকে শুরু করে মধ্য রাত পর্যন্ত কালকিনি উপজেলার ১০টি ইউনিয়নের সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পূজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বিএনপির কেন্দ্রীয় এ নেতা বলেন, বিএনপি শান্তি ও সম্প্রীতিতে বিশ্বাসী।আগামীতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়া হবে।
এসময় তার সঙ্গে ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী সাধারণ সম্পাদক মাহবুব আলম মুন্সী সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা।