কাজী জাফর উল্যাহফাইল ছবি
যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহ আজ রোববার এ আদেশ দেন।
শামীম মোল্লাকে হত্যার অভিযোগে পল্টন থানায় মামলা হয়। এ মামলায় আজ কাজী জাফর উল্যাহকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। তবে কাজী জাফর উল্যাহর আইনজীবীরা জামিন চেয়ে আদালতে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত কাজী জাফর উল্যাহকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার কাগজপত্রের তথ্য বলছে, গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দিন যুবদল নেতা শামীম মোল্লা খুন হন। এ ঘটনায় ছাত্রদল নেতা মো. আব্বাস আলী বাদী হয়ে চলতি মাসের ১৪ তারিখ পল্টন থানায় হত্যা মামলা করেন।
এ মামলায় ১৯ সেপ্টেম্বর কাজী জাফর উল্যাহকে গ্রেপ্তার করা হয়।
পল্টন থানা–পুলিশের পক্ষ থেকে আজ আদালতকে জানানো হয়, যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় কাজী জাফর উল্যাহর জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। ১৯ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে অসুস্থ বোধ করলে তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তিনি এখন সুস্থ রয়েছেন। তাই তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করে পল্টন থানা-পুলিশ।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর থেকে এ নিয়ে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাসহ বিভিন্ন পেশার ৩২ জন গ্রেপ্তার হয়েছেন।