গাজার উত্তরাঞ্চলীয় শহর কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালিয়ে চিকিৎসক ২৪০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইল। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, গত শুক্রবার হাসপাতালটিতে অভিযান চালায় ইসরাইলি বাহিনী। সেখান থেকে জোরপূর্বক রোগী এবং চিকিৎসকদের বের করে দেয় তারা। সেসময় তারা হাসপাতালের কর্মীদের মারধর করেছে বলেও অভিযোগ করেছে হাসপাতালের কর্তৃপক্ষ। ইসরাইলের সৈন্যরা কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়াকেও আটক করেছে। অসুস্থ অবস্থায় তাকে তুলে নিয়ে যায় ইসরাইলের সামরিক বাহিনী। তাদের অভিযোগ হচ্ছে, হাসপাতালটি সামরিক অভিযানের জন্য কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছে হামাস। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা সন্দেহভাজন হামাস যোদ্ধা। আবু সাফিয়াকে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে বলে দাবি ইসরাইলি বাহিনীর। তবে তাদের এই নাকচ করে দিয়েছে হামাস। তারা বলেছে গত ১৫ মাসে যোদ্ধাদের কেউই কোনো হাসপাতালে ছিল না। তবে ২৪০ জনকে আটকের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হামাস। শনিবার এক বিবৃতিতে কামাল আদওয়ান হাসপাতালে চিকিৎসা সুবিধা রক্ষা করতে এবং জরুরি পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘসহ বিশ্বের অন্যান্য মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। এছাড়া গাজার হাসপাতাল নিয়ে ইসরাইলি অভিযোগ পর্যবেক্ষণ করতে জাতিসংঘের বিশেষ দল পাঠানোর অনুরোধও জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী ওই সংগঠন।