রাওয়ালপিন্ডি জয়ের সুখস্মৃতি নিয়ে চেন্নাইয়ে যাওয়া বাংলাদেশকে দুঃসহ এক স্মৃতি উপহার দিয়েছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে রাজত্ব করা ভারতের কাছে পাত্তাই পায়নি টাইগার ব্যাটাররা। হাসান মাহমুদ, তাসকিন ও নাহিদ রানা যা একটু ভুগিয়েছেন ভারতকে। ইতিবাচক প্রাপ্তি ছিলো শুধু পেস ইউনিটে। ওদিকে ছন্নছাড়া ব্যাটিংয়ের মাশুল দিতে হয়েছে শান্তর দলকে।
চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামের লাল মাটির পিচে প্রথম দুই ইনিংসে পেসাররা রাজত্ব করলেও শেষ ইনিংসে ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা মিলে শিকার করেছেন ৯ উইকেট। বাংলাদেশের ভরাডুবির পেছনে অবদান আছে ভারতের পেসার জাসপ্রিত বুমরাহরও। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন এক উইকেট। তবে কানপুর টেস্টে ভারতের একাদশ থেকে বিশ্রামে রাখা হতে পারে বুমরাহকে। কারণ, কানপুরে একটি নিচু এবং ধীর কালো মাটির পিচ হবে যা স্পিনারদের সাহায্য করবে। স্পিনাররা যতটা কার্যকর হবে, পেসাররা ততটা নয়।
অবশ্য বুমরাহকে বিশ্রামে রাখার বড় কারণ, ভারতের সামনের সিরিজগুলো। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ ও অস্ট্রেলিয়ায় বোর্ডার- গাভাস্কার ট্রফি সামনে রেখে বুমরাহকে ফিট রাখতেই এমন সিদ্ধান্ত আসতে পারে ভারতের। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বুমরাহকে বড় অস্ত্র হিসেবে দেখছে নির্বাচকরা।
বুমরাহ না খেললে তার পরিবর্তে একাদশে দেখা যাবে কুলদীপ জাদবকে। ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে পারফর্ম করেছিরেন তিনি। তবে প্রথম টেস্টের দলে ছিলেন না তিনি। এবার তাকে বিবেচনায় রেখেছেন নির্বাচকরা। চেন্নাইয়ে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি লোকেশ রাহুল। কানপুরে তাকেও বিশ্রামে রাখার আভাস দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এছাড়াও সুযোগ পেতে পারেন সরফরাজ খানও। বাংলাদেশকে হারিয়ে ঘরের মাঠে টানা ১৮ টেস্ট সিরিজ জিতে নেয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না ভারত।