কসবা রেলওয়ে স্টেশনে আপন নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মার্চ) কসবা উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালিত হয়।
কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা, কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দ্রুত বিচার দাবিতে কড়া হুঁশিয়ারি
মানববন্ধনে বক্তারা কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য সমাজকে অস্থিতিশীল করে তুলছে উল্লেখ করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা বলেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা কিশোর অপরাধ দমনে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার দাবি জানান এবং ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে প্রশাসনকে আলটিমেটাম দেন।
এদিকে, কসবা থানার পুলিশ জানিয়েছে, তারা ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য কাজ করছে।
স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা কসবা উপজেলায় নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়ে বলেন, কিশোর গ্যাং নির্মূলে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও গুরুতর অপরাধ সংঘটিত হতে পারে।