London ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নাহিদ ইসলাম এক দলকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসাতে অভ্যুত্থান হয়নি শ্যামনগরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন গুরুতর আহত, কিশোরের অবস্থা আশঙ্কাজনক মনগড়া লোডশেডিংয়ে, চরম বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কালকিনিতে মুক্তিযোদ্ধা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস রোববার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী ৪ নারী খেলোয়াড় কালই বুঝতে পারবেন-কী করতে পারি

কসবা মহিলা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ বিল্লাল সরকার,কসবা (ব্রাহ্মণবাড়িয়া)

 

কসবা মহিলা দাখিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক অনাড়ম্বর ও আবেগঘন আলোচনা সভা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মাদ্রাসা সংশ্লিষ্ট গুণীজনরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জনাব মোঃ ছামিউল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ছাত্রীদের শুধু শিক্ষার আলোয় নয়, চরিত্রে ও আদর্শে আলোকিত হতে হবে। কেবল সনদ অর্জনই যথেষ্ট নয়, বরং ইসলামি মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আবু তৌহিদ। তিনি ছাত্রীদের উদ্দেশে বলেন, “এই বিদায় আসলে এক নতুন সূচনার নাম। শিক্ষা জীবনের যে ভিত্তি তোমরা আজ মজবুত করেছো, তা নিয়েই তোমাদের সামনে এগিয়ে যেতে হবে।”

আরও বক্তব্য রাখেন আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব মুক্তি মোঃ আমিনুল ইসলাম এবং কসবা মহিলা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট জনাব মোহাম্মদ আব্দুল করিম। তাঁরা ছাত্রীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে বলেন, একজন আদর্শ নারী হিসেবে নিজেদের গড়ে তুলতে হলে শিক্ষার পাশাপাশি আদব ও আকিদারও চর্চা অপরিহার্য।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের প্রচার ও সেক্রেটারি জনাব মোঃ আতাউর রহমান, কসবা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর পিরজাদা মাওলানা শিবলী নোমানী, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের ইঞ্জিনিয়ার মোঃ তাছলিম সরকার, উম্মাহ মডেল মাদ্রাসার মাওলানা জুবায়ের আহমেদ হেদায়াতুল এবং কসবা উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী জনাব মোঃ সাদ্দাম সরকার। সকলেই ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

বিদায়ী ছাত্রীর পক্ষ থেকে মোসাম্মৎ সুমাইয়া একটি হৃদয়গ্রাহী বক্তব্য ও বিদায়ী স্মারক উপস্থাপন করেন, যা উপস্থিত সকলের মধ্যে আবেগের সঞ্চার ঘটায়। শিক্ষকদের প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ ও সহপাঠীদের উদ্দেশ্যে তার বার্তা সকলকে মুগ্ধ করে।

অনুষ্ঠানে আয়োজিত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। ছাত্রীদের কণ্ঠে কোরআন তিলাওয়াত, হামদ, নাত ও ইসলামি সংগীত পরিবেশন অনুষ্ঠানকে বিশেষভাবে আলোকিত করে তোলে।

সবশেষে এক বিশেষ দোয়া ও মোনাজাতে পরীক্ষার্থীদের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের খতিব ও বিশিষ্ট ওলামায়ে কেরামগণ। পরে অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন কসবা মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও পরিচালনা পর্ষদ। মাদ্রাসা পরিবার এই বিদায় অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে সকল পর্যায়ের সহযোগিতা ও আন্তরিকতার সাথে আয়োজন সম্পন্ন করে।

 

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০১:৪৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
১৩
Translate »

কসবা মহিলা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ০১:৪৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

 

কসবা মহিলা দাখিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক অনাড়ম্বর ও আবেগঘন আলোচনা সভা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মাদ্রাসা সংশ্লিষ্ট গুণীজনরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জনাব মোঃ ছামিউল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ছাত্রীদের শুধু শিক্ষার আলোয় নয়, চরিত্রে ও আদর্শে আলোকিত হতে হবে। কেবল সনদ অর্জনই যথেষ্ট নয়, বরং ইসলামি মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আবু তৌহিদ। তিনি ছাত্রীদের উদ্দেশে বলেন, “এই বিদায় আসলে এক নতুন সূচনার নাম। শিক্ষা জীবনের যে ভিত্তি তোমরা আজ মজবুত করেছো, তা নিয়েই তোমাদের সামনে এগিয়ে যেতে হবে।”

আরও বক্তব্য রাখেন আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব মুক্তি মোঃ আমিনুল ইসলাম এবং কসবা মহিলা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট জনাব মোহাম্মদ আব্দুল করিম। তাঁরা ছাত্রীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে বলেন, একজন আদর্শ নারী হিসেবে নিজেদের গড়ে তুলতে হলে শিক্ষার পাশাপাশি আদব ও আকিদারও চর্চা অপরিহার্য।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের প্রচার ও সেক্রেটারি জনাব মোঃ আতাউর রহমান, কসবা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর পিরজাদা মাওলানা শিবলী নোমানী, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের ইঞ্জিনিয়ার মোঃ তাছলিম সরকার, উম্মাহ মডেল মাদ্রাসার মাওলানা জুবায়ের আহমেদ হেদায়াতুল এবং কসবা উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী জনাব মোঃ সাদ্দাম সরকার। সকলেই ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

বিদায়ী ছাত্রীর পক্ষ থেকে মোসাম্মৎ সুমাইয়া একটি হৃদয়গ্রাহী বক্তব্য ও বিদায়ী স্মারক উপস্থাপন করেন, যা উপস্থিত সকলের মধ্যে আবেগের সঞ্চার ঘটায়। শিক্ষকদের প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ ও সহপাঠীদের উদ্দেশ্যে তার বার্তা সকলকে মুগ্ধ করে।

অনুষ্ঠানে আয়োজিত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। ছাত্রীদের কণ্ঠে কোরআন তিলাওয়াত, হামদ, নাত ও ইসলামি সংগীত পরিবেশন অনুষ্ঠানকে বিশেষভাবে আলোকিত করে তোলে।

সবশেষে এক বিশেষ দোয়া ও মোনাজাতে পরীক্ষার্থীদের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের খতিব ও বিশিষ্ট ওলামায়ে কেরামগণ। পরে অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন কসবা মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও পরিচালনা পর্ষদ। মাদ্রাসা পরিবার এই বিদায় অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে সকল পর্যায়ের সহযোগিতা ও আন্তরিকতার সাথে আয়োজন সম্পন্ন করে।