কসবা প্রেসক্লাবের অভ্যন্তরীণ জটিলতা নিরসনে কিছু সদস্যের অসহযোগিতার কারণে সংবিধানের ১৮ অনুচ্ছেদের ২৪ ধারার ৪ উপধারা মোতাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও আহ্বায়ক মোঃ সোলেমান খানের নেতৃত্বে একক ক্ষমতাবলে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত বৈঠকে সাবেক সভাপতি আব্দুল হান্নানকে সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন টিটুকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন —
সহসভাপতি আব্দুল বাকেরধ্য সরকার,
সহ সাধারণ সম্পাদক নাজমুল হক সজল,
সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম স্বপন,
অর্থ সম্পাদক অলিউল্লাহ সরকার অতুল,
দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও তাছলিমা আক্তার কাকলি।