ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সুধীজনের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কসবা উপজেলা সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল-২০২৫। মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৫, বিকেল ৪টায় কসবা মডেল মসজিদের সম্মেলন কক্ষে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খাঁন জয়, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আশরাফ উজ্জ্বল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সামিউল ইসলাম। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—
কসবা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসাদুজ্জামান
প্রাণিসম্পদ কর্মকর্তা তারেক মাহমুদ
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের
উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম
কসবা পৌরসভার কর্মকর্তা বশির আহমেদ ও মোঃ হেলাল উদ্দিন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
কসবা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শিবলী নোমানী
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইকলিল আজম
পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া
কসবা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি ইউসুফ আহমেদ
খেলাফত মজলিসের নির্বাহী সভাপতি মাওলানা ইউনুছ করীম বেলালী
উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াউল হুদা শিপন
কসবা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ শামীম রেজা
যুব জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম সরকার
গণ অধিকার পরিষদের সভাপতি হিজবুল্লাহ হেলাল ও সাধারণ সম্পাদক ডা. দেলোয়ার সরকার
এনসিপির সদস্য তানভীর আলম শাহীন ও ওবায়দুর রহমান
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পীরজাদা, মাওলানা জয়নাল আবেদীন জালালী, সভাপতি, হেফাজতে ইসলাম, কসবা উপজেলা শাখা।
অতিথিরা তাঁদের বক্তব্যে কসবা উপজেলা সাংবাদিক ফোরামের প্রশংসা করেন এবং সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। তাঁরা উদীয়মান সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও পেশাদার হওয়ার পরামর্শ দেন এবং ফোরামের সার্বিক সাফল্য কামনা করেন।
অনুষ্ঠান শেষে মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে উপস্থিত অতিথিরা ইফতার করেন। কসবা উপজেলায় আজকের ইফতার সময় ছিল সন্ধ্যা ৬:০৯ মিনিট।
ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা ও পৌরসভার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।