পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কসবা উপজেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ ২০২৫, ২৮ রমজান) সকাল ১০টায় কসবা উপজেলা পরিষদের সামনে আয়োজিত এই মানবিক কার্যক্রমে ৬০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সামিউল ইসলাম। তিনি বলেন, “সাংবাদিকরা শুধু তথ্য ও সংবাদ প্রচারের মাধ্যমে সমাজের দর্পণ হিসেবেই কাজ করেন না, বরং সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কসবা উপজেলা সাংবাদিক ফোরামের এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এই ধরনের সামাজিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও চ্যানেল এ ওয়ান-এর সাংবাদিক সবুজ খান জয়, সাধারণ সম্পাদক ও JA টিভির সাংবাদিক আশরাফ উজ্জল, কসবা উপজেলা জাতীয়তাবাদী যুব দলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দিপু, কসবা উপজেলা শ্রমিক দলের সভাপতি জীবন, কসবা উপজেলা সাংবাদিক ফোরামের উপদেষ্টা মোবারক হোসেন চৌধুরী নাসির, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক জামশেদ, দপ্তর সম্পাদক মোঃ বিল্লাল সরকার এবং চ্যানেল এস-এর প্রতিনিধি শাহপরান নাঈমুর রহমান।
এ সময় সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান জয় বলেন, “আমাদের পেশা সংবাদ পরিবেশন হলেও, সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ঈদের আনন্দ যেন সবার জন্য সমান হয়, সেই লক্ষ্যে আমরা প্রতিবছর এই কার্যক্রম চালিয়ে যাব।”
সাধারণ সম্পাদক আশরাফ উজ্জল বলেন, “এই ধরনের মানবিক কার্যক্রম শুধু সাংবাদিকদের নয়, সমাজের সব শ্রেণির মানুষের এগিয়ে আসার প্রয়োজন রয়েছে। আমরা চাই, সমাজের সকল বিত্তবান ব্যক্তি এই উদ্যোগে অংশ নিক এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াক।”
অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে আলু, তেল, দুধ, সেমাই, চিনি, কিসমিস, ছোলা ও মসুর ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে সুবিধাভোগীরা আনন্দ প্রকাশ করেন। এক বৃদ্ধা বলেন, “ঈদের আগে এতগুলো জিনিস পেয়ে খুব ভালো লাগছে। সন্তানদের মুখে হাসি ফোটাতে পারবো। আল্লাহ সবাইকে ভালো রাখুন।”
একজন দিনমজুর বলেন, “আমাদের মতো মানুষের জন্য ঈদ আসলেও আলাদা কিছু হয় না। কিন্তু আজ এই উপহার পেয়ে মনে হচ্ছে, আমরাও ঈদ উদযাপন করতে পারবো। এই সহায়তা সত্যিই আমাদের জন্য অনেক উপকারী।”
সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে এই সহায়তা কার্যক্রমের পরিসর আরও বাড়ানো হবে। তারা সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও এ ধরনের কাজে সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সবাই একসঙ্গে সুবিধাভোগীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন এবং সমাজে শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এই মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। সাংবাদিকরা কেবল সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নন, বরং তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবতার কল্যাণেও তারা অবদান রাখতে পারেন। কসবা উপজেলা সাংবাদিক ফোরামের এই উদ্যোগ সেই দায়িত্ববোধেরই একটি উজ্জ্বল উদাহরণ।