কসবা হজ ও উমরাহ কাফেলার উদ্যোগে নিবন্ধিত হজযাত্রীদের জন্য আয়োজিত প্রশিক্ষণ ও দোয়া মাহফিল ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় কসবা নতুন বাজারের আলতাফ প্লাজা বিউটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক পৃষ্ঠপোষকতা করেন আড়াইবাড়ি গ্রামের বিশিষ্ট আলেম ও সমাজসেবক মাওলানা গিয়াস উদ্দিন। এতে সভাপতিত্ব করেন লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল হান্নান এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা অলিউল্লাহ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন কলম্বিয়া ট্রাভেলস অ্যান্ড হজ কাফেলার অভিজ্ঞ প্রশিক্ষক মাওলানা মিজানুর রহমান। তিনি হজযাত্রীদের উদ্দেশ্যে হজ ও উমরাহ পালনের সুনির্দিষ্ট নিয়মাবলি, করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ বাস্তব অভিজ্ঞতার আলোকে উপস্থাপন করেন। হাজীদের মনে ধর্মীয় উৎসাহ ও আত্মবিশ্বাস সঞ্চার হয় তার বক্তব্যে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার দপ্তর সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান জীবন এবং কসবা থানা প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন চৌধুরী নাছির।
অনুষ্ঠানে বক্তারা হজের গুরুত্ব, তাৎপর্য ও হজযাত্রীদের আচরণবিধি নিয়ে মূল্যবান পরামর্শ দেন। সেইসঙ্গে হজযাত্রীদের সুষ্ঠুভাবে হজ পালনে দিকনির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণ শেষে প্রতিটি হজযাত্রীর মাঝে লাগেজ, কাঁধে বহনের ব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়, যা হজ যাত্রায় সহায়ক হবে বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানে আগত অতিথিরা আয়োজকদের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও উন্নত প্রশিক্ষণের প্রত্যাশা ব্যক্ত করেন।
পরিশেষে আড়াইবাড়ি কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা বাকি বিল্লাহ একটি মর্মস্পর্শী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। তিনি দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং হাজীদের সুস্থতা ও নিরাপদ সফরের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন। এভাবেই হৃদয়ছোঁয়া পরিবেশে অনুষ্ঠানটির সফল পরিসমাপ্তি ঘটে।