কসবা পৌরসভার মৃত নান্নু মিয়ার স্ত্রী মোছাঃ পাখি আক্তার দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছেন। নেই চিকিৎসার সামর্থ্য, নেই স্থায়ী আশ্রয়— এমন এক করুণ বাস্তবতার মধ্যে দিন পার করছেন তিনি। স্বামী মারা যাওয়ার পর দুই সন্তান থেকেও কেউ খোঁজখবর নেয় না। সমাজের সহানুভূতি ও প্রবাসীদের সহযোগিতা ছাড়া তার চিকিৎসা এগিয়ে নেওয়া সম্ভব নয়।
এই মানবিক পরিস্থিতির খবর জানতে পেরে ‘অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (সি.টি.এল)’–এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ আসফাতুল হোসেন ভূঁইয়া এলমান দ্রুত ছুটে যান অসুস্থ পাখি আক্তারের কাছে। সেখানে তিনি সংগঠনের পক্ষ থেকে ২৫০তম মানবিক কার্যক্রম হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেন। চিকিৎসার পূর্ণ ব্যয় আনুমানিক দুই লক্ষ টাকার মতো প্রয়োজন বলে জানা গেছে।
গত সোমবার (১০ নভেম্বর) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আসফাতুল হোসেন ভূঁইয়া এলমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির নেতা শরিফুল ইসলাম ভূঁইয়া স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
আবুল খায়ের স্বপন – সভাপতি, কসবা প্রেসক্লাব
ছাইদুল্লাহ – যুগ্ম আহ্বায়ক, কসবা উপজেলা যুবদল
লোকমান হোসেন পলা – সাধারণ সম্পাদক, কসবা প্রেসক্লাব
সাদ্দাম হোসেন – সভাপতি, কসবা মহিলা দাখিল মাদ্রাসা
মোঃ বিল্লাল সরকার – আহ্বায়ক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কসবা উপজেলা শাখা
লিয়াকত মাসুদ – উপজেলা প্রতিনিধি, দৈনিক কালবেলা
মাসুম মিয়া – কসবা পৌর বিএনপি
খায়ের মিয়া – কসবা পৌর বিএনপি
এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন এবং তারা অসুস্থ পাখি আক্তারকে নগদ সহায়তা প্রদান করেন।
উপস্থিত অতিথিরা সমাজের সর্বস্তরের মানুষ ও প্রবাসীদের প্রতি আহ্বান জানান— যেন সবাই মিলে এই অসহায় নারীর চিকিৎসার দায়িত্বে এগিয়ে আসে।
এদিকে, অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (সি.টি.এল)–এর টানা মানবিক কার্যক্রমের ২৫০টি সফল উদ্যোগ পূর্ণ হওয়ায় সংগঠনের সদস্যরা আনন্দ ও গর্ব প্রকাশ করেন। দিনটি স্মরণীয় করে রাখতে কেক কেটে উদযাপন করা হয়।