ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অটোচালকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও মৌন মিছিল করেছে কসবা অটো শ্রমিক ইউনিয়ন। শুক্রবার জুমার নামাজের পর কসবা পৌর সুপার মার্কেট চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন সড়কে চলাচলকারী অটোচালকদের কাছ থেকে প্রতিনিয়ত একটি চিহ্নিত মহল অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। এতে চালকদের দৈনন্দিন আয়-রোজগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বলেন, সাধারণ শ্রমজীবী মানুষ হিসেবে তারা প্রতিদিন জীবিকার জন্য পরিশ্রম করছেন, সেখানে এই ধরনের চাঁদাবাজি সম্পূর্ণ অন্যায় ও অমানবিক।
মানববন্ধনের সময় একটি প্রভাবশালী পক্ষ কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। এতে কর্মসূচিতে অংশ নেওয়া চালক ও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে আয়োজকরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করার চেষ্টা করেন।
কসবা অটো শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, তারা শান্তিপূর্ণভাবে নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে মাঠে নেমেছেন। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।