কসবা উপজেলার আকছিনা কুল্লাবাড়ীতে মানবিক সংগঠন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (সি.টি.এল.) এর আজ ২৪৭তম মানবিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে মোছা: জান্নাত আক্তার নামে কসবা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ানো হয়েছে। দীর্ঘদিন যাবৎ হৃৎপিণ্ড ও কিডনি জনিত সমস্যায় ভুগছেন জান্নাত, এবং আর্থিক অসচ্ছতার কারণে উন্নত চিকিৎসা করাতে পারছিলেন না।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ আশফাতুল হোসেন ভূঁইয়া এলমান নেতৃত্বে আজ তার বাড়িতে উপস্থিত হয়ে চিকিৎসার জন্য সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রবাসীদেরও বিশেষ আহ্বান জানানো হয়েছে, যাতে জান্নাতের উন্নত চিকিৎসা সম্ভব হয় এবং তার জীবন সুন্দরভাবে বেড়ে উঠতে পারে।
আজ বিকেলে এ মানবিক কার্যক্রমের আওতায় মোছা: জান্নাতকে নগদ ১৭,১০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আর্থিক সহায়তা প্রদানকালে কসবা আকসিনা কোল্লাবাড়ী ' আলোড়ন সংগঠন' এর সভাপতি, জনাব মোঃ সবুজ ভূইয়া অনলাইনে ভিডিও কল দিয়ে কথা বলে অসুস্থ রোগীর খোজ খবর নিয়েছেন, এবং তিনি তাকে আর্থিকভাবে সহায়তা করছেন, এবং সুচিকিৎসার জন্য সবসময় পাশে থাকবে বলে সি,টি,এল- কে জানিয়েছেন, এবং সিটিএল এর এমন মানবিক কাজকে সাধুবাদ জানিয়েছেন।
প্রবাসী ও স্থানীয় নেতৃবৃন্দও কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য:
দুবাই প্রবাসী জনাব মোঃ শাহ আলম খান, চেয়ারম্যান, খান গ্রুপ — নগদ ১০,০০০ টাকা।
মেহেদী হাসান রুবেল, সাবেক ছাত্রদল নেতা, বিএনপি কসবা উপজেলা — নগদ ৫,০০০ টাকা।
মোঃ হাসান মাহমুদ, ছাত্র প্রতিনিধি — নগদ ১ হাজার টাকা।
ছত্রদল নেতা মো রোমান ১হাজার টাকা প্রদান করেছেন।
এছাড়া উপস্থিত ছিলেন: জনাব মোঃ সাদ্দাম হোসেন, সভাপতি, কসবা মহিলা মাদ্রাসা,জনাব মোঃ রুবেল সরকার, সহ-সভাপতি, সিটিএল।
জনাব মোঃ বিল্লাল সরকার, আহ্বায়ক, ছাত্র অধিকার পরিষদ, কসবা উপজেলা শাখা, জনাব এই. এম. হাসান মাহমুদ, ছাত্র প্রতিনিধি, কসবা উপজেলা
সংগঠনের উদ্যোগে এই মানবিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে, এবং সবাইকে অনুরোধ করা হচ্ছে অসুস্থ জান্নাতের চিকিৎসায় সাহায্য করার জন্য।