কয়রা সেতু টোল মুক্ত করার দাবিতে সর্বস্তরের মানুষের মানববন্ধন অনুষ্ঠিত

খুলনার কয়রা উপজেলায় কয়রা সেতু টোল মুক্ত করার দাবিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ জুলাই বিকেল ৪ ঘটিকায় চাঁদআলী ব্রিজ এ এই মানববন্ধনের আয়োজন করা হয়।
উক্ত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, পরিবহন শ্রমিকসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, “কয়রা সেতু উপকূলীয় জনপদের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। অথচ এই সেতুতে টোল বসিয়ে সাধারণ মানুষের ওপর অন্যায়ভাবে আর্থিক চাপ সৃষ্টি করা হয়েছে।”
টোল প্রদান সাধারন মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন ও দুর্বিসহ করে তুলেছে। কয়রা সেতু টোলমুক্ত করা হলে এলাকার কৃষিপণ্যসহ অন্যান্য মালামাল পরিবহন সহজ হবে। ছোট বড় সকল ব্যবসায়ী ও জনসাধারন লাভবান হবেন। পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরা উপকৃত হবেন। কয়রা সেতুর টোল মুক্ত করা হলে এলাকাবাসী সামাজিক উন্নয়নে গুরত্বপুর্ণ ভুমিকা রাখতে সক্ষম হবে। সেজন্য এলাকার উন্নয়নের সার্থে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট কয়রা সেতুর টোল মুক্ত করার জোর দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। তারা অভিযোগ করে বলেন, সেতুর ইজারার মেয়াদ শেষ হলেও ইজারাদার অদৃশ্য শক্তির ইন্ধনে এখনো টোল আদায় করছেন। তারা আরও বলেন, “জনগণের করের টাকায় নির্মিত সেতুতে সাধারণ মানুষের কাছ থেকে টোল আদায় সম্পূর্ণ অযৌক্তিক। এই টোল অবিলম্বে বাতিল না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”
মানববন্ধনে উপস্থিত বক্তারা কয়রাবাসীর স্বার্থে দ্রুত টোল মুক্ত ঘোষণার দাবি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তৃতা করেন উপকুল সুরক্ষা আন্দোলনের আহবায়ক ( অবসরপ্রাপ্ত) সিনিয়র অয়ারেন্ট অফিসার জিএম আনােয়ার হােসেন, ইউপি সদস্য সরদার আবু হাসান,কয়রা উপজেলা বৈষম্য বিরােধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আসমাতুল্যাহ আল গালিব,কয়রা উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, কয়রা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সামিউল ইসলাম, ছাত্র নেতা মেহেদী হাসান সবুজ, ছাত্রদলের সদস্য সচিব মাহমুদ হাসান,ছাত্রঅধিকার পরিষদের সভাপতি বিল্লাল হােসেন,কয়রা ব্লাড ব্যাংক সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ,যুব সংগঠনের রাসেল আহমেদ,আতিকুজ্জামান জীবন, ইমদাদুল হক,আব্দুল্লাহ আল মামুন,বায়েজিদ হোসেন প্রমুখ।