চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা কবরস্থান থেকে এক যুবককে হাত-পা বাঁধা এবং অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে তাকে কবরস্থান থেকে উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, শনিবার দুপুর ১২টার দিকে জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে জানতে পারি জান্নাতুল মাওলা কবরস্থানের বাগানের মধ্যে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় এক ব্যক্তি পড়ে আছেন৷ পরে আমি সহ পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর নিজের নাম শরিফুল ইসলাম শান্ত বলে জানান তিনি। নিজেকে একজন সেনাবাহিনীর সৈনিক বলে দাবি করেন। তবে ওই যুবক সেনাবাহিনী সদস্য কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তার কর্মস্থল খুলনায় ও বাড়ি চকোরিয়া বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন জাহাঙ্গীর বলেন, প্রাথমিক অবস্থায় আমরা জানতে পেরেছি তিনি সেনাবাহিনীর কোন সদস্য নন তবে তদন্ত অব্যাহত রয়েছে।