লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগের প্রধান হাসান খলিল ইয়াসিনকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে।
এক বিবৃতিতে আইডিএফ বলেছে, তাদের বিমান বাহিনী হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগের দায়িত্বপ্রাপ্ত হাসান খলিল ইয়াসিনকে লক্ষ্য করে শনিবার ওই বিমান হামলা চালায়।বিবৃতিতে বলা হয়, একটি বিভাগের প্রধান হিসেবে উত্তর সীমান্তে এবং ইসরায়েলি ভূখণ্ডের গভীরে বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তু শনাক্তকরণের দায়িত্বে ছিলেন ইয়াসিন।
এর আগে গত শুক্রবার রাতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। নাসরুল্লাহ নিহত হওয়ার ঘটনায় ইরানে ৫ দিন ও ইরাকে ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবারের ইসরায়েলি হামলায় লেবাননে ৩৩ জন নিহত নিহত হয়েছে। গত সোমবার থেকে লেবাননে ইসরায়েলি হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৮০০ মানুষ নিহত হয়েছে।
লেবাননের পরিবেশবিষয়ক মন্ত্রী নাসের ইয়াসিন বলেছেন, ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় লেবানন থেকে প্রায় ১০ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে। রবিবারও লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সূত্র: আনাদোলু এজেন্সি, টাইমস অব ইসরায়েল, আল-জাজিরা