এবার রাখিকে বিয়ের প্রস্তাব দিলেন পাকিস্তানি মুফতির!
ভারতীয় অভিনেত্রী ও রিয়েলিটি তারকা রাখি সাওয়ান্তকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের বিতর্কিত ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি কাভি। এর আগে ভীনা মালিক, কান্দিল বালোচ ও হারিম শাহের সঙ্গে বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়া মুফতি কাভি এবার নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে। খোলাখুলিভাবেই জানিয়েছেন, রাখি সাওয়ান্তকে বিয়ে করতে চান তিনি।
সম্প্রতি গুঞ্জন রটে যে, রাখি সাওয়ান্ত নাকি পাকিস্তানি অভিনেতা দোদি খানের সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও সেই গুঞ্জন স্পটতই নাকচ করে দেন পাকিস্তানি অভিনেতা। তবে এখন মনে হচ্ছে ভারতীয় আইটেম সং কুইনের সম্পর্কের কাহিনি আরও জটিল হয়ে উঠেছে।
বরাবরই নিজের বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত মুফতি কাভি বলেছেন, তিনি রাখিকে বিয়ে করতে চান, শুধু মায়ের অনুমতির অপেক্ষা। ‘আমার মা অনুমতি দিলেই আমি রাখি সাওয়ান্তকে বিয়ে করব। এরপর আমি আর কাউকে বিয়ের কথা ভাবব না’, যোগ করেন তিনি।
ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত বরাবরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এবার মুফতি কাভির এই প্রস্তাব তার সম্পর্কজনিত কাহিনিতে নতুন মাত্রা যোগ করেছে। যদিও এ বিষয়ে এখনো রাখি সাওয়ান্তর কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তাদের ভক্ত-সমর্থকরা অধীর অপেক্ষায় আছেন, রাখি এ বিষয়ে কি বলেন তা জানতে।