London ০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে সাত জেলায় সড়কে ঝরল ১৩ প্রাণ

অনলাইন ডেস্ক

সারাদেশে সড়ক দুর্ঘটনায় একদিনে অন্তত ১৩ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (২২ ডিসেম্বর) মধ্যরাত থেকে সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত দেশের সাত জেলায় এসব দুর্ঘটনা ঘটে।

প্রাপ্ত খবর অনুযায়ী টাঙ্গাইলে পৃথক চারটি দুর্ঘটনায় নিহত হয়েছেন চারজন। এছাড়া কুমিল্লায় তিন, মুন্সিগঞ্জে দুই, নড়াইল, নাটোর, দিনাজপুর ও পঞ্চগড়ে একজন করে নিহতের খবর পাওয়া গেছে। এইসকল দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখিপুর ও বাসাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টায় সখিপুর উপজেলার বেড়বাড়ী, সকাল ৯টায় সখীপুর থানার গেট সংলগ্ন এলাকায় ও সকাল ১০টায় উপজেলার কুতুবপুর এবং রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের বাসাইল উপ‌জেলার বাঐখোলা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ট্রাকচাপায় নিহত মামুন ময়মনসিংহের ভালুকা উপজেলার একটি কোম্পানিতে চাকরি করতেন। রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে সোমবার সকাল ৭টায় সখিপুর উপজেলার বেড়বাড়ী এলাকায় পৌঁছালে অজ্ঞাত ট্রাকের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত মামুন টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।

এদিকে সকাল ৯টায় সখিপুর থানার সামনে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে জয়েন উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হন। তিনি মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের মো. গনি মিয়ার ছেলে।

অন্যদিকে উপজেলার জোড়দিঘী এলাকায় মাছের জন্য যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আবু বকর (৪৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে।

এ ছাড়া রোববার দিবাগত রাত দেড়টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের বাসাইল উপ‌জেলার বাঐখোলা এলাকায় দাঁড়ি‌য়ে থাকা ট্রাক‌কে চলন্ত ট্রা‌কের ধাক্কায় অজ্ঞাত একজন নিহত হ‌য়ে‌ছেন।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মর‌দেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মর‌দেহগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা: কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন আরোহীর মৃত্যু হয়েছে।  রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকার কাউসার খলিলের ছেলে মো. আহাদ (১৪), বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে ইমন (১৫) এবং আদর্শ সদর উপজেলার ভূবনঘর এলাকার মনির হোসেনের ছেলে ইমন হোসেন (১৬)।

স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, রোববার দিবাগত রাতে আড়াইওড়া এলাকার কাউসার খলিলের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে শেষে ওই তিন যুবক মোটরসাইকেলে ঘুরতে বের হন। রাত ১টার দিকে পালপাড়া এলাকায় এলে দ্রুতগতির মোটরসাইকেলটি সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ওসি বলেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৮ বছরের শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।  সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় মুক্তারপুর-ছনবাড়ি সড়কের আবদুল্লাহপুর পাইকপাড়া এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় মাহিম (৮) নামের একটি শিশু যাত্রীবাহী সিএনজির চাপায় গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়, তবে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু মাহিম আব্দুল্লাহপুর এলাকার মোহাম্মদ মাসুম মিয়ার ছেলে এবং সে তার খালার বাড়িতে বেড়াতে এসেছিল।

একই সময়, টঙ্গীবাড়ির হাটকান এলাকায় দুটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে নুরুন্নবী (৩) সহ আরও এক ব্যক্তি আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনা নিয়ে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা: আতাউল করিম নিহত শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে তিনটি গাড়ি। মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামড়া ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় দাঁড় করিয়ে রাখা একটি প্রাইভেটকারের পেছনে দুটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের একটি ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে উদ্ধার কাজ চালায়।

জানা গেছে, ঘন কুয়াশার কারণে একটি প্রাইভেটকারের চালক গাড়ি থামিয়ে গ্লাস পরিষ্কার করছিল। গাড়ি থামানোর কিছু সময়ের মধ্যেই একটি কাভার্ডভ্যান পেছন থেকে প্রাইভেটকারটিতে ধাক্কা দেয়। পরে সেই কাভার্ডভ্যানের পেছনে আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান এক নারী। আহত হন বেশ কয়েকজন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

ঘন কুয়াশার কারণে শনিবার মহাসড়কের একই এলাকায় ১২টি যানবাহনের সংঘর্ষ হয়েছিল। ওই দুর্ঘটনায় একজন নিহতসহ গুরুতর আহত হয়েছিল বেশ কয়েকজন।

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় লাটা গাড়ির চাপায় তাওফিক তালুকদার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই দক্ষিণপাড়া গ্রামের কাঠের ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত তাওফিক তালুকদার উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের টুটুল তালুকদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই এলাকা থেকে একটি লাটা গাড়িতে (ইঞ্জিন চালিত অবৈধ যান) কাঠ বোঝাই করে লোহাগড়ার দিকে যাচ্ছিল। এসময় চালকের সহকারী তাওফিক কাঠবোঝাই গাড়িটির উপরে বসে ছিলেন। প্রতিমধ্যে চাচই দক্ষিণপাড়া কাঠের ব্রিজ নামক এলাকায় পৌছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। এ ঘটনার পর গাড়ির চালক ও আরেক সহোযোগী পালিয়ে যায়।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পঞ্চগড়: পঞ্চগড়ে বাড়ির উঠানে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আদিফা আক্তার (৪) নামে এক শিশু নিহত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলার সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। নিহত আদিফা ওই ইউনিয়নের আনারুল মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষি জমি থেকে ট্রাক্টরটি মাটি কেটে আনারুলের বাড়িতে আসছিলো। বাড়ির উঠানে শিশুটি খেলছিল। এ সময় ট্রাক্টরটি পেছন থেকে শিশু আদিফাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পঞ্চগড় সদর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, ট্রাক্টরের চাপায় এক শিশু নিহত হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে বালু বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে পারভীন বেগম (৬০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তার ছেলে আদনান সরকার (৩৫) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের চান্দাপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভীনের বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর শহরের বাঁশবাড়ী এলাকায়।

জানা গেছে, মাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে সৈয়দপুর থেকে বিরামপুর চিকিৎসকের কাছে যাচ্ছিলেন আদনান। পার্বতীপুর থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মা পারভীন ছিটকে পড়ে ঘটনাস্থলেই দেহ ছিন্নভিন্ন হয়ে মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার পুলিশ ও পার্বতীপুর দমকল বাহিনীর সদস্যরা মরদেহ উদ্ধার করেন।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় মা পারভীন নিহত ও ছেলে আহত হয়েছে। এ ঘটনায় মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।’

নাটোর: ঘন কুয়াশার কারণে নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে মো. হোসাইন (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। নিহত মো. হোসাইন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ নিন্তানন্দী এলাকার সিদ্দিক বিশ্বাসের ছেলে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ছয়টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় ছয় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এক ট্রাকচালক নিহত হন। দুর্ঘটনায় পাঁচটি ট্রাক সড়কের ওপরে দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। আহত হয়েছেন ট্রাকের চালকসহ অন্তত ছয়জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পর গাড়ি চলতে না পারায় সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, ছয়টি মালবাহী ট্রাকের সংঘর্ষে মো. হোসাইন নামে একজন চালক নিহত হয়েছেন। এতে কমপক্ষে ৫/৬ জন আহত হয়েছেন। আহতদের পরিচয় জানার কাজ চলছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৪:০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
১৬
Translate »

একদিনে সাত জেলায় সড়কে ঝরল ১৩ প্রাণ

আপডেট : ০৪:০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

সারাদেশে সড়ক দুর্ঘটনায় একদিনে অন্তত ১৩ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (২২ ডিসেম্বর) মধ্যরাত থেকে সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত দেশের সাত জেলায় এসব দুর্ঘটনা ঘটে।

প্রাপ্ত খবর অনুযায়ী টাঙ্গাইলে পৃথক চারটি দুর্ঘটনায় নিহত হয়েছেন চারজন। এছাড়া কুমিল্লায় তিন, মুন্সিগঞ্জে দুই, নড়াইল, নাটোর, দিনাজপুর ও পঞ্চগড়ে একজন করে নিহতের খবর পাওয়া গেছে। এইসকল দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখিপুর ও বাসাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টায় সখিপুর উপজেলার বেড়বাড়ী, সকাল ৯টায় সখীপুর থানার গেট সংলগ্ন এলাকায় ও সকাল ১০টায় উপজেলার কুতুবপুর এবং রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের বাসাইল উপ‌জেলার বাঐখোলা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ট্রাকচাপায় নিহত মামুন ময়মনসিংহের ভালুকা উপজেলার একটি কোম্পানিতে চাকরি করতেন। রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে সোমবার সকাল ৭টায় সখিপুর উপজেলার বেড়বাড়ী এলাকায় পৌঁছালে অজ্ঞাত ট্রাকের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত মামুন টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।

এদিকে সকাল ৯টায় সখিপুর থানার সামনে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে জয়েন উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হন। তিনি মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের মো. গনি মিয়ার ছেলে।

অন্যদিকে উপজেলার জোড়দিঘী এলাকায় মাছের জন্য যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আবু বকর (৪৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে।

এ ছাড়া রোববার দিবাগত রাত দেড়টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের বাসাইল উপ‌জেলার বাঐখোলা এলাকায় দাঁড়ি‌য়ে থাকা ট্রাক‌কে চলন্ত ট্রা‌কের ধাক্কায় অজ্ঞাত একজন নিহত হ‌য়ে‌ছেন।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মর‌দেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মর‌দেহগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা: কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন আরোহীর মৃত্যু হয়েছে।  রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকার কাউসার খলিলের ছেলে মো. আহাদ (১৪), বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে ইমন (১৫) এবং আদর্শ সদর উপজেলার ভূবনঘর এলাকার মনির হোসেনের ছেলে ইমন হোসেন (১৬)।

স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, রোববার দিবাগত রাতে আড়াইওড়া এলাকার কাউসার খলিলের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে শেষে ওই তিন যুবক মোটরসাইকেলে ঘুরতে বের হন। রাত ১টার দিকে পালপাড়া এলাকায় এলে দ্রুতগতির মোটরসাইকেলটি সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ওসি বলেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৮ বছরের শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।  সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় মুক্তারপুর-ছনবাড়ি সড়কের আবদুল্লাহপুর পাইকপাড়া এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় মাহিম (৮) নামের একটি শিশু যাত্রীবাহী সিএনজির চাপায় গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়, তবে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু মাহিম আব্দুল্লাহপুর এলাকার মোহাম্মদ মাসুম মিয়ার ছেলে এবং সে তার খালার বাড়িতে বেড়াতে এসেছিল।

একই সময়, টঙ্গীবাড়ির হাটকান এলাকায় দুটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে নুরুন্নবী (৩) সহ আরও এক ব্যক্তি আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনা নিয়ে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা: আতাউল করিম নিহত শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে তিনটি গাড়ি। মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামড়া ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় দাঁড় করিয়ে রাখা একটি প্রাইভেটকারের পেছনে দুটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের একটি ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে উদ্ধার কাজ চালায়।

জানা গেছে, ঘন কুয়াশার কারণে একটি প্রাইভেটকারের চালক গাড়ি থামিয়ে গ্লাস পরিষ্কার করছিল। গাড়ি থামানোর কিছু সময়ের মধ্যেই একটি কাভার্ডভ্যান পেছন থেকে প্রাইভেটকারটিতে ধাক্কা দেয়। পরে সেই কাভার্ডভ্যানের পেছনে আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান এক নারী। আহত হন বেশ কয়েকজন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

ঘন কুয়াশার কারণে শনিবার মহাসড়কের একই এলাকায় ১২টি যানবাহনের সংঘর্ষ হয়েছিল। ওই দুর্ঘটনায় একজন নিহতসহ গুরুতর আহত হয়েছিল বেশ কয়েকজন।

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় লাটা গাড়ির চাপায় তাওফিক তালুকদার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই দক্ষিণপাড়া গ্রামের কাঠের ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত তাওফিক তালুকদার উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের টুটুল তালুকদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই এলাকা থেকে একটি লাটা গাড়িতে (ইঞ্জিন চালিত অবৈধ যান) কাঠ বোঝাই করে লোহাগড়ার দিকে যাচ্ছিল। এসময় চালকের সহকারী তাওফিক কাঠবোঝাই গাড়িটির উপরে বসে ছিলেন। প্রতিমধ্যে চাচই দক্ষিণপাড়া কাঠের ব্রিজ নামক এলাকায় পৌছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। এ ঘটনার পর গাড়ির চালক ও আরেক সহোযোগী পালিয়ে যায়।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পঞ্চগড়: পঞ্চগড়ে বাড়ির উঠানে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আদিফা আক্তার (৪) নামে এক শিশু নিহত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলার সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। নিহত আদিফা ওই ইউনিয়নের আনারুল মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষি জমি থেকে ট্রাক্টরটি মাটি কেটে আনারুলের বাড়িতে আসছিলো। বাড়ির উঠানে শিশুটি খেলছিল। এ সময় ট্রাক্টরটি পেছন থেকে শিশু আদিফাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পঞ্চগড় সদর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, ট্রাক্টরের চাপায় এক শিশু নিহত হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে বালু বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে পারভীন বেগম (৬০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তার ছেলে আদনান সরকার (৩৫) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের চান্দাপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভীনের বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর শহরের বাঁশবাড়ী এলাকায়।

জানা গেছে, মাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে সৈয়দপুর থেকে বিরামপুর চিকিৎসকের কাছে যাচ্ছিলেন আদনান। পার্বতীপুর থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মা পারভীন ছিটকে পড়ে ঘটনাস্থলেই দেহ ছিন্নভিন্ন হয়ে মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার পুলিশ ও পার্বতীপুর দমকল বাহিনীর সদস্যরা মরদেহ উদ্ধার করেন।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় মা পারভীন নিহত ও ছেলে আহত হয়েছে। এ ঘটনায় মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।’

নাটোর: ঘন কুয়াশার কারণে নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে মো. হোসাইন (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। নিহত মো. হোসাইন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ নিন্তানন্দী এলাকার সিদ্দিক বিশ্বাসের ছেলে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ছয়টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় ছয় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এক ট্রাকচালক নিহত হন। দুর্ঘটনায় পাঁচটি ট্রাক সড়কের ওপরে দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। আহত হয়েছেন ট্রাকের চালকসহ অন্তত ছয়জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পর গাড়ি চলতে না পারায় সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, ছয়টি মালবাহী ট্রাকের সংঘর্ষে মো. হোসাইন নামে একজন চালক নিহত হয়েছেন। এতে কমপক্ষে ৫/৬ জন আহত হয়েছেন। আহতদের পরিচয় জানার কাজ চলছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।