জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে কয়রা উপজেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হয়েছে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।
বুধবার (১৫জানুয়ারি) সকাল ১০টায় কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস মেলার উদ্বোধন করেন ।
শীতের কুয়াশাচ্ছ সকাল হতে বিজ্ঞান মেলায় ছাত্র- ছাত্রীরা উপস্থিত হতে থাকে। এ মেলায় ২০টি স্টলে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেছে। প্রকল্পগুলোর মধ্যে ছিল পরিবেশবান্ধব প্রযুক্তি, রোবোটিক্স, নবায়নযোগ্য শক্তি,রেইন ওয়াটার হারভেস্টার,অটো ক্লথ প্রটেক্টর ভূমিকম্প এ্যালার্ম,মিসাইল লাঞ্চারসহ নানা উদ্ভাবন।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে উৎসাহ প্রদান করেন। তিনি বলেন, "বিজ্ঞান শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের মেলা তাদের সৃজনশীলতাকে উদ্দীপ্ত করবে।"
শিক্ষার্থী লামিয়া জান্নাত বলেন,বিজ্ঞান মেলা আমাদের গবেষণার কাজে যেমন আগ্রহ সৃষ্টি করে তেমনি এ মেলার মাধ্যমে আমরা নতুন নতুন অনেক বিষয় জানছি। প্রতিবছরই যেন এ ধরনের আয়োজন অব্যাহত থাকে।
মেলা দেখতে আসা দ্বীন মোহাম্মদ নামে একজন অভিভাবক বলেন, মেলা মানেই ঘোরা-ফেরা, খাওয়া-দাওয়া ও আনন্দ করা। কিন্তু এ মেলাটা ব্যতিক্রমী। এখানে দেখলাম বর্জ্য ব্যবস্থাপনা, লবণাক্ততা দূরিকরণ, সুপেয় পানি নিশ্চিত,রোবোটিক্স, স্যাটেলাইট সিস্টেম এছাড়া কীভাবে মানুষ আকাশ তথ্য পেতে পারে. সেগুলো সম্পর্কেও নতুন নতুনা ধারণা দিয়েছে শিক্ষার্থীরা। প্রযুক্তির এ নতুন উদ্ভাবন যেন, সভ্যতা উন্নতি ও মানুষের কল্যাণে ব্যবহার করা হয় এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি