ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে আন্ত শিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয় এই প্রতিযোগিতায়। গত ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলে এ আয়োজন।
চূড়ান্ত পর্বে কাঞ্চন একাডেমি ও শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় মুখোমুখি হয়। বিতর্কের বিষয় ছিল— ‘মোবাইলের অবাধ ব্যবহার শিক্ষার্থীদের কেবলই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।’ যুক্তি ও উপস্থাপনায় কাঞ্চন একাডেমি দল এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়।
চ্যাম্পিয়ন দলের নেতৃত্ব দেন কাঞ্চন একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী সাবরিনা আলম। তিনি কামারগ্রামের শাহাবুল আলমের বড় মেয়ে এবং গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইনামুল হাসানের ভাইয়ের মেয়ে।
আজ রোববার (৫ অক্টোবর) আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল চ্যাম্পিয়ন দলের দলনেতা সাবরিনের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।
পুরস্কারপ্রাপ্ত সাবরিনা আলম বলেন, ‘এই সাফল্য আমার জীবনের বড় প্রেরণা। ভবিষ্যতে আমি বিসিএস (সিভিল) প্রশাসন ক্যাডারে যোগ দিতে চাই।’
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, ‘বিতর্ক শিক্ষার্থীদের চিন্তা, বিশ্লেষণ ও প্রকাশের শক্তি বাড়ায়। এমন আয়োজন তরুণ প্রজন্মকে যুক্তিবোধে সমৃদ্ধ করে।’