London ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পুলিশের উপস্থিতি টের পেয়ে পাশের বাসায় অবস্থান নেয় মোমিন ও সুবা কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে জরিমানা কালিয়াকৈর দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবীতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ চুয়াডাঙ্গার সীমান্ত থেকে বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ ফরিদপুরের খাজা আগে যুবলীগ এখন যুবদল পরিচয়ে ত্রাসের রাজত্ব জানুয়ারিতে সড়কে নিহত ৬০৮ যেভাবে খোঁজ মিললো নিখোঁজ কিশোরী সুবার ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছেন ফুটবলার সুমাইয়া

‘উনি আসলে স্যারকে নিয়ে কতটুকু জানেন’—গোলাম রব্বানীকে নিয়ে বাটলারের অভিযোগের পাল্টা সাবিনার

ছবিটা গোলাম রব্বানী যখন বাংলাদেশের কোচ ছিলেন সেই সময়ের

তিনটি সিঁড়ি পেরোনো শেষ। সামনে আর একটি। ৩০ অক্টোবর সেটি পেরোতে পারলেই সাফ নারী ফুটবলের শিরোপা ধরে রাখবে বাংলাদেশ। গতকাল সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে ফাইনালে জায়গা নেওয়ার পরদিন আজ বাংলাদেশ দলের হোটেলে ফুরফুরে একটা হাওয়া।

কিন্তু দলে সিনিয়র-জুনিয়র বিতর্ক, কোচ পিটার বাটলার সিনিয়রদের পছন্দ করেন না ইত্যাদি নিয়ে কোথায়ও যেন চাপা ক্ষোভও রয়েছে। নইলে এই প্রতিবেদকের এক প্রশ্নে অধিনায়ক সাবিনা খাতুন কেন বললেন, ‘এখন কিছু বলব না, যা বলার ফাইনালের পরে বলব।’

কিছু না বলেও অনেক কথা বলেছেন। ভারত ম্যাচের আগে তাঁর একটা বক্তব্য কোচের কাছে গেছে। সাবিনা বলেছিলেন, সব ম্যাচের আগেই তিনি বাংলাদেশ নারী দলের সাবেক কোচ গোলাম রব্বানীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। ভারত ম্যাচে জিততে হবে, গোলাম রব্বানীর এমন বার্তাও দলের মধ্যে পৌঁছে দেন। সেই পরিপ্রেক্ষিতেই কি না, ভুটান ম্যাচের আগের দিন নারী দলে অসন্তোষ ছড়ানোর অভিযোগ এনে গোলাম রব্বানীর দিকে তির ছোড়েন বাটলার

নাম না নিয়ে বাটলার বলেছিলেন, নারী দলের সাবেক কোচ (গোলাম রব্বানী) বাইরে থেকে মেয়েদের খেপিয়ে তুলছেন তাঁর বিরুদ্ধে। নানাভাবে দলে বিভেদ তৈরি করার চেষ্টা করছেন। দলকে বিরক্ত, প্ররোচিত করছেন এবং অসত্য তথ্য দিচ্ছেন। গোলাম রব্বানী অবশ্য এসব উড়িয়ে উল্টো সঠিকভাবে দল পরিচালনা করতে না পারার অভিযোগ এনেছেন বাটলারের বিরুদ্ধে।

দলের অনুশীলনে কোচ পিটার বাটলার

দলের অনুশীলনে কোচ পিটার বাটলারফাইল ছবি

যদি দেশের মানুষও ওনার (গোলাম রব্বানী) অবদানের কথা ভুলে যায়, যদিও আমরা বাঙালি মূল্যায়ন করতে জানি না, তারপরও যদি ভুলে যাই, এটা দুঃখজনক।

সাবিনা খাতুন, অধিনায়, বাংলাদেশ নারী ফুটবল দল

আসলে দ্বন্দ্বটা কোথায়? আজ টিম হোটেলে আলাপকালে সাবিনাকে প্রশ্নটা করা হলে তিনি পাল্টা বলেন, গোলাম রব্বানী সম্পর্কে জেনেই আসলে তাঁর (বাটলার) কথা বলা উচিত। সাবিনা কথায়, ‘স্যারকে নিয়ে উনি (বাটলার) আসলে কতটুকু জানেন। আপনি তখনই তাঁকে নিয়ে কোনো মন্তব্য করবেন, যখন আপনি তাঁর সম্পর্কে জানেন। ১৪ বছর ধরে আপনি যে মেয়েগুলোকে…বলা যেতে পারে…সন্তানদের মতো বড় করেছেন তাদের সঙ্গে সঙ্গে কে কেমন আচরণ করছেন, সেটাও একটা বিষয়। সেটা দেখে যদি ওনার (গোলাম রব্বানী) খারাপ লেগে থাকে, উনি কোনো মন্তব্য করে থাকেন, সেটায় আসলে অন্যায় কিছু না বা দোষের কিছু না।’

গোলাম রব্বানী বাফুফের চাকরি ছেড়েছেন গত বছর। কিন্তু কাঠমান্ডুতে নারী দলের সঙ্গে না থেকেও যেন আছেন তিনি। সেমিফাইনালে ম্যাচসেরার পুরস্কার গোলাম রব্বানীকে উৎসর্গ করেছেন তহুরা খাতুন। এই যে গোলাম রব্বানীর না থেকেও থাকা স্বাভাবিকভাবেই পছন্দ নয় বাটলারের। এসব নিয়ে কথা বলতে গিয়ে সাবিনার নিজের হতাশাও লুকাননি, ‘যদি দেশের মানুষও ওনার (গোলাম রব্বানী) অবদানের কথা ভুলে যায়, যদিও আমরা বাঙালি মূল্যায়ন করতে জানি না, তারপরও যদি ভুলে যাই, এটা দুঃখজনক।’

মিডফিল্ডার মনিকা চাকমা পাকিস্তান সঙ্গে হতাশার ড্রর পরদিন বলেছিলেন, পিটার বাটলার সিনিয়রদের পছন্দ করেন না। আসলেই কি তাই? এটা নিয়ে সাবিনার কথায় মনিকার সুরই ধরা পড়ল, ‘প্রথম ম্যাচ যদি দেখেন… দ্বিতীয় ম্যাচে তো আমরা ফোর্স করে টিম করাইছি। তারপরও করতে চাননি (কোচ)। আমাদের বলেছিলেন, “খেলো তাহলে সিনিয়ররা, যেহেতু খেলতে চাও। প্রমাণ করো। রেজাল্ট বের করো।’ আমরা চেষ্টা করেছি। তাঁর ওপরে রাগ–ক্ষোভ থেকে নয়, আমরা খেলতে পারি…এসব ম্যাচে কতটা দায়িত্ব নিয়ে খেলতে পারে। মেয়েরা সেটা করেছে।”’

ভুটানকে ৭–১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ

ভুটানকে ৭–১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশবাফুফে

পিটার বাটলারের জন্য দলে শ্রদ্ধা নেই। এমনটাও মনে করেন কেউ কেউ। বিষয়টা নিয়ে সাবিনা বলেন, ‘সেই জায়গা থেকে আমিও তো ১৪ বছর ফুটবল খেলে আসছি, আমি সেই সম্মানটা পাচ্ছি কি না, সেটাও তো বড় ব্যাপার। উনি যেটা করছেন, সেটা অবশ্যই ওনার অবস্থান থেকে সম্মান করি। খেলোয়াড়েরাও সেটা করে।’

দলে এত অস্থিরতা, কষ্ট দেয় কি না, জানতে চাইলে সাবিনা অকপট, ‘খেলোয়াড়েরা মোটিভেটেড হওয়ার জায়গায় যখন ডিমোটিভেট হয়েছে, সেটা তো অবশ্যই মেয়েদের জন্য খারাপ।’

এসেছে মেয়েদের নিয়মিত বেতন পাওয়ার প্রসঙ্গটাও। সাবিনা বলেন, ‘বেতন দুই-তিন মাস গ্যাপ পড়ে যায়। বেতন ঠিকই দেয় কিন্তু দেরি করে দেয়। এখনো সেপ্টেম্বরের বেতন বাকি। বেতনটা সময়মতো আসলে ভালো হয়। বেতনের কথা বলেই আসছি। নতুন সভাপতির একটা সাক্ষাৎকার দেখেছি। উনি বলেছেন, মেয়েদের নিয়ে দীর্ঘ মেয়াদে পরিকল্পনা আছে তাঁর, যেটা শুনে আমার ভালো লেগেছে।’

ভুটানের বিপক্ষে জোড়া গোল করেছেন সাবিনা খাতুন

ভুটানের বিপক্ষে জোড়া গোল করেছেন সাবিনা খাতুনবাফুফে

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়ালের কাছে কী প্রত্যাশা, সেটিও বললেন সাবিনা। সেটা অবশ্য খুব বেশি কিছু নয়, ‘মেয়েদের জন্য বার্ষিক ক্যালেন্ডার থাকা উচিত। যেখানে তাদের শিডিউল জানা থাকবে। সে জানতে পারবে, তৈরি থাকবে। লিগ করা, মাঠে খেলা রাখা…এগুলোই।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০১:৫৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
১৯
Translate »

‘উনি আসলে স্যারকে নিয়ে কতটুকু জানেন’—গোলাম রব্বানীকে নিয়ে বাটলারের অভিযোগের পাল্টা সাবিনার

আপডেট : ০১:৫৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

ছবিটা গোলাম রব্বানী যখন বাংলাদেশের কোচ ছিলেন সেই সময়ের

তিনটি সিঁড়ি পেরোনো শেষ। সামনে আর একটি। ৩০ অক্টোবর সেটি পেরোতে পারলেই সাফ নারী ফুটবলের শিরোপা ধরে রাখবে বাংলাদেশ। গতকাল সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে ফাইনালে জায়গা নেওয়ার পরদিন আজ বাংলাদেশ দলের হোটেলে ফুরফুরে একটা হাওয়া।

কিন্তু দলে সিনিয়র-জুনিয়র বিতর্ক, কোচ পিটার বাটলার সিনিয়রদের পছন্দ করেন না ইত্যাদি নিয়ে কোথায়ও যেন চাপা ক্ষোভও রয়েছে। নইলে এই প্রতিবেদকের এক প্রশ্নে অধিনায়ক সাবিনা খাতুন কেন বললেন, ‘এখন কিছু বলব না, যা বলার ফাইনালের পরে বলব।’

কিছু না বলেও অনেক কথা বলেছেন। ভারত ম্যাচের আগে তাঁর একটা বক্তব্য কোচের কাছে গেছে। সাবিনা বলেছিলেন, সব ম্যাচের আগেই তিনি বাংলাদেশ নারী দলের সাবেক কোচ গোলাম রব্বানীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। ভারত ম্যাচে জিততে হবে, গোলাম রব্বানীর এমন বার্তাও দলের মধ্যে পৌঁছে দেন। সেই পরিপ্রেক্ষিতেই কি না, ভুটান ম্যাচের আগের দিন নারী দলে অসন্তোষ ছড়ানোর অভিযোগ এনে গোলাম রব্বানীর দিকে তির ছোড়েন বাটলার

নাম না নিয়ে বাটলার বলেছিলেন, নারী দলের সাবেক কোচ (গোলাম রব্বানী) বাইরে থেকে মেয়েদের খেপিয়ে তুলছেন তাঁর বিরুদ্ধে। নানাভাবে দলে বিভেদ তৈরি করার চেষ্টা করছেন। দলকে বিরক্ত, প্ররোচিত করছেন এবং অসত্য তথ্য দিচ্ছেন। গোলাম রব্বানী অবশ্য এসব উড়িয়ে উল্টো সঠিকভাবে দল পরিচালনা করতে না পারার অভিযোগ এনেছেন বাটলারের বিরুদ্ধে।

দলের অনুশীলনে কোচ পিটার বাটলার

দলের অনুশীলনে কোচ পিটার বাটলারফাইল ছবি

যদি দেশের মানুষও ওনার (গোলাম রব্বানী) অবদানের কথা ভুলে যায়, যদিও আমরা বাঙালি মূল্যায়ন করতে জানি না, তারপরও যদি ভুলে যাই, এটা দুঃখজনক।

সাবিনা খাতুন, অধিনায়, বাংলাদেশ নারী ফুটবল দল

আসলে দ্বন্দ্বটা কোথায়? আজ টিম হোটেলে আলাপকালে সাবিনাকে প্রশ্নটা করা হলে তিনি পাল্টা বলেন, গোলাম রব্বানী সম্পর্কে জেনেই আসলে তাঁর (বাটলার) কথা বলা উচিত। সাবিনা কথায়, ‘স্যারকে নিয়ে উনি (বাটলার) আসলে কতটুকু জানেন। আপনি তখনই তাঁকে নিয়ে কোনো মন্তব্য করবেন, যখন আপনি তাঁর সম্পর্কে জানেন। ১৪ বছর ধরে আপনি যে মেয়েগুলোকে…বলা যেতে পারে…সন্তানদের মতো বড় করেছেন তাদের সঙ্গে সঙ্গে কে কেমন আচরণ করছেন, সেটাও একটা বিষয়। সেটা দেখে যদি ওনার (গোলাম রব্বানী) খারাপ লেগে থাকে, উনি কোনো মন্তব্য করে থাকেন, সেটায় আসলে অন্যায় কিছু না বা দোষের কিছু না।’

গোলাম রব্বানী বাফুফের চাকরি ছেড়েছেন গত বছর। কিন্তু কাঠমান্ডুতে নারী দলের সঙ্গে না থেকেও যেন আছেন তিনি। সেমিফাইনালে ম্যাচসেরার পুরস্কার গোলাম রব্বানীকে উৎসর্গ করেছেন তহুরা খাতুন। এই যে গোলাম রব্বানীর না থেকেও থাকা স্বাভাবিকভাবেই পছন্দ নয় বাটলারের। এসব নিয়ে কথা বলতে গিয়ে সাবিনার নিজের হতাশাও লুকাননি, ‘যদি দেশের মানুষও ওনার (গোলাম রব্বানী) অবদানের কথা ভুলে যায়, যদিও আমরা বাঙালি মূল্যায়ন করতে জানি না, তারপরও যদি ভুলে যাই, এটা দুঃখজনক।’

মিডফিল্ডার মনিকা চাকমা পাকিস্তান সঙ্গে হতাশার ড্রর পরদিন বলেছিলেন, পিটার বাটলার সিনিয়রদের পছন্দ করেন না। আসলেই কি তাই? এটা নিয়ে সাবিনার কথায় মনিকার সুরই ধরা পড়ল, ‘প্রথম ম্যাচ যদি দেখেন… দ্বিতীয় ম্যাচে তো আমরা ফোর্স করে টিম করাইছি। তারপরও করতে চাননি (কোচ)। আমাদের বলেছিলেন, “খেলো তাহলে সিনিয়ররা, যেহেতু খেলতে চাও। প্রমাণ করো। রেজাল্ট বের করো।’ আমরা চেষ্টা করেছি। তাঁর ওপরে রাগ–ক্ষোভ থেকে নয়, আমরা খেলতে পারি…এসব ম্যাচে কতটা দায়িত্ব নিয়ে খেলতে পারে। মেয়েরা সেটা করেছে।”’

ভুটানকে ৭–১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ

ভুটানকে ৭–১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশবাফুফে

পিটার বাটলারের জন্য দলে শ্রদ্ধা নেই। এমনটাও মনে করেন কেউ কেউ। বিষয়টা নিয়ে সাবিনা বলেন, ‘সেই জায়গা থেকে আমিও তো ১৪ বছর ফুটবল খেলে আসছি, আমি সেই সম্মানটা পাচ্ছি কি না, সেটাও তো বড় ব্যাপার। উনি যেটা করছেন, সেটা অবশ্যই ওনার অবস্থান থেকে সম্মান করি। খেলোয়াড়েরাও সেটা করে।’

দলে এত অস্থিরতা, কষ্ট দেয় কি না, জানতে চাইলে সাবিনা অকপট, ‘খেলোয়াড়েরা মোটিভেটেড হওয়ার জায়গায় যখন ডিমোটিভেট হয়েছে, সেটা তো অবশ্যই মেয়েদের জন্য খারাপ।’

এসেছে মেয়েদের নিয়মিত বেতন পাওয়ার প্রসঙ্গটাও। সাবিনা বলেন, ‘বেতন দুই-তিন মাস গ্যাপ পড়ে যায়। বেতন ঠিকই দেয় কিন্তু দেরি করে দেয়। এখনো সেপ্টেম্বরের বেতন বাকি। বেতনটা সময়মতো আসলে ভালো হয়। বেতনের কথা বলেই আসছি। নতুন সভাপতির একটা সাক্ষাৎকার দেখেছি। উনি বলেছেন, মেয়েদের নিয়ে দীর্ঘ মেয়াদে পরিকল্পনা আছে তাঁর, যেটা শুনে আমার ভালো লেগেছে।’

ভুটানের বিপক্ষে জোড়া গোল করেছেন সাবিনা খাতুন

ভুটানের বিপক্ষে জোড়া গোল করেছেন সাবিনা খাতুনবাফুফে

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়ালের কাছে কী প্রত্যাশা, সেটিও বললেন সাবিনা। সেটা অবশ্য খুব বেশি কিছু নয়, ‘মেয়েদের জন্য বার্ষিক ক্যালেন্ডার থাকা উচিত। যেখানে তাদের শিডিউল জানা থাকবে। সে জানতে পারবে, তৈরি থাকবে। লিগ করা, মাঠে খেলা রাখা…এগুলোই।’