উত্তর লন্ডনের ঐতিহ্যবাহী বাংলাদেশ মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে। লন্ডনের হারিনগে এলাকায় আয়োজিত এই মেলাটি আয়োজন করে কমিউনিটি সংগঠন বাংলার সুর ইউকে। সংগঠনটির সভাপতি সৈয়দ সোহেল ইসলাম এবং সাধারণ সম্পাদক শেখ জায়েদ রহমানের নেতৃত্বে মেলাটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বরো অব হারিনগের মাননীয় মেয়র কাউন্সিলর আহমেদ মাহবুব। বিশেষ অতিথি ছিলেন হারিনগে কাউন্সিলের লিডার কাউন্সিলর পেরাই আহমেত এবং সাউথগেট ও উড গ্রিন আসনের এমপি ব্যামবস চারাল্যাম্বাস।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
হারিনগে কাউন্সিলের কালচার বিভাগের প্রধান কাউন্সিলর এমিলি আর্কেল
ক্যামডেন বরোর মেয়র কাউন্সিলর এডি হ্যানসন
ক্যামডেন কাউন্সিলের সাবেক লিডার ও কাউন্সিলর নাসিম আলী ওবিই
লন্ডন ইসলামিক সোসাইটির চেয়ার সিস্টার বিবি রাব্বিয়া খান
সুরমা সেন্টারের সাবেক চেয়ার প্রফেসর শাহিদ রহমান
আব্দুল রহিম, রশিদ আহমেদ, বাবলু মিয়া, হাজেরা, রুমাসহ বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ ও সংস্কৃতি সংগঠকরা।
বাঙালি সংস্কৃতি, সঙ্গীত, ঐতিহ্যবাহী খাবার ও কৃষ্টির এক অপূর্ব সম্মিলন ঘটেছিল এ মেলায়। উত্তর লন্ডনের বিভিন্ন এলাকা থেকে হাজারো প্রবাসী বাঙালি পরিবার এই মেলায় অংশগ্রহণ করেন।
আয়োজক সংস্থা বাংলার সুর ইউকের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতির পরিচিতি এবং গর্ববোধ ধরে রাখতেই এ মেলার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
মেলাটি উত্তর লন্ডনের প্রবাসী বাঙালি কমিউনিটিতে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মিলনমেলার রূপ নিয়েছে।