উত্তর ইসরায়েলে ব্যাপকহারে রকেট হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, তারা ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে।
আজ মঙ্গলবার হিজবুল্লাহ জানিয়েছে, তারা কয়েক ঝাঁক রকেট ছুড়ে শোলমি এলাকায় ইসরায়েলি সেনাদের জমায়েতকে ছত্রভঙ্গ করে দিয়েছে। এছাড়া তারা কিবুতজ, গ্যালিল ও মার্জ এলাকাতেও মঙ্গলবার সকালে হামলা চালিয়েছে।লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি আরও জানিয়েছে, ভোর পাঁচটার সময়ই তারা ইরন কিবুতজে ইসরায়েলের একটি সেনা সমাবেশ লক্ষ্য করে হামলা চালায়।
হিজবুল্লাহ আরও জানিয়েছে, ইসরায়েলের দুটি আর্টিলারি অবস্থান লক্ষ্য করে দিশন ও ডাল্টনেও তারা হামলা চালিয়েছে। এই দুটি অবস্থানই উত্তর ইসরায়েলে অবস্থিত।
যদিও এই হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ইসরায়েল তেমন কিছু জানায়নি।