ইস্ট লন্ডনে কাবার পথে ট্যুরস এন্ড ট্রাভেলসের আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩ই জুলাই রবিবার ইস্ট লন্ডনের আপ্টন পার্ক লাভ চকো রেস্টুরেন্ট এ কাবার পথে ট্যুরস এন্ড ট্রাভেলস এর উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলী আকবর খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব আতাউর রহমান । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাবার পথে ট্যুরস এন্ড ট্রাভেলস এর এম ডি, জনাব মিজানুর রহমান। বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কাবার পথে ট্যুরস এন্ড ট্রাভেলস এর কান্ট্রি ডিরেক্টর এবং আমার বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী জনাব মনোয়ার হোসেন।
রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই আয়োজনে যারা ২০২৫ সালে এই হজ্জ গুরুপের সাথে হজ্জে গিয়েছিলেন, তাঁরা তাঁদের সার্ভিস পাওয়ার অভিজ্ঞতা অকপটে তুলে ধরেন, এবং আশ্বস্ত করেন যে, কাবার পথে ট্যুরস এন্ড ট্রাভেলস একটি নিশ্চিত বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান, যারা ২০১৩ সাল থেকেই সরাসরি নিজস্ব হজ্জ লাইসেন্সের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি হজ্জ মন্ত্রণালয়ের সকল আইন-কানুন মেনে যথাসাধ্য উন্নতমানের সেবা প্রদান করে আসছেন।
প্রবাসে আমরা যারা দ্বৈত নাগরিকত্ব নিয়ে আছি, ধরুন আমাদের মধ্যে যাদের বৃটিশ বা ইউরোপের পাসপোর্ট আছে, সাথে সাথে বাংলাদেশী পাসপোর্ট ও আছে। সেক্ষেত্রে আপনারা বাংলাদেশী পাসপোর্টে বাংলাদেশী হয়ে হজ্জের ভিসা প্রসেস করে, বৃটিশ অথবা ইউরোপের যে কোন পাসপোর্ট ব্যবহার করে সরাসরি লন্ডন থেকে বাংলাদেশে না গিয়ে জেদদায় গিয়ে ইমিগ্রেশনে বৃটিশ অথবা ইউরোপিয়ান পাসপোর্ট ও বাংলাদেশী পাসপোর্টে ইস্যু করা হজ্জের ই-ভিসা সো করে ইমিগ্রেশন ক্রস করতে পারবেন এবং হজ্জ শেষ হবার পর সেইম প্রসেসে লন্ডনে ফিরে আসতে পারবেন। মনে রাখবেন, আপনারা ইউ কে অথবা ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা থেকে বিদেশী পাসপোর্ট ব্যবহার করে সাধারণ প্যাকেজে হজ্জ করতে যে পরিমাণ অর্থ একজনের জন্য ব্যয় হয়, সমান প্যাকেজে বাংলাদেশী পাসপোর্ট ব্যবহার করে কমপক্ষে দুই জনে হজ্জ সম্পন্ন করতে পারবেন।
এই ব্যাপারে আগ্রহী হজ্জ যাত্রীরা কাবার পথে ট্যুরস এন্ড ট্রাভেলস এর সাথে সরাসরি অথবা লন্ডনে তাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করার অনুরোধ করেছেন কর্তৃপক্ষ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মিজানুর রহমান ২০২৬ সালের হজ্জের বিশেষ অফার গুলো সকলের নিকট তুলে ধরেন, এবং অতীতের কিছু অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি স্বীকার করে ভবিষ্যতে কিভাবে সেবার মান উন্নত করা যায়, সেক্ষেত্রে উপস্থিত বিশিষ্ট জন থেকে পরামর্শ নিয়ে তা বাস্তবায়ন করার অঙ্গীকার করেন।
উপস্থাপক আতাউর রহমানের পরিচালনায় উপস্থিত অনেককেই হজ্জ সংক্রান্ত তাদের মতামত ব্যক্ত করেন এবং তাঁরা হলেন, সর্বজনাব আবুল কালাম,জাকির হোসেন বাবুল,ব্যারিস্টার শামীম, আব্দুল মান্নান,রবিবার উল্লাহ,শাহিদ উদ্দিন মিলন, সেলিম ভূঁইয়া , মো: নাসিমুল আল, মো: মজিবুর রহমান, বেলাল হোসেন,মোহাম্মদ সাহাবুদ্দিন, দেলোয়ার হোসেন, হারুনুর রশিদ,মাওলানা বায়োজিত সহ আরো অনেকেই। অনুষ্ঠানকে সাফল্যে মন্ডিত করার জন্য সংশ্লিষ্ট ও উপস্থিতির সকল কে ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।