ইস্ট লন্ডনের এক অভিজাত হলে আজ অনুষ্ঠিত হলো কাকরদিয়া গ্রামের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে লেখা “ফিনিক-১” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। কাকরদিয়া তেরাদল আলিপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রকাশনায় গ্রন্থটি কাকরদিয়া গ্রামের ৪০০ বছরের ইতিহাস ও ঐতিহ্য ধারণ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের মাননীয় মেয়র জনাব লুৎফুর রহমান। তিনি বইটির প্রকাশকে কাকরদিয়া গ্রামের ইতিহাস ও সাংস্কৃতিক অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে অভিহিত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের ডেপুটি স্পিকার বেলাল উদ্দীন। তিনি বইটির সম্পাদক মাহমুদুল হাসানকে অভিনন্দন জানিয়ে বলেন— “এ ধরনের গ্রন্থ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে এবং আমাদের ইতিহাস-ঐতিহ্যকে নতুনভাবে জানতে সহায়তা করবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্যান্সার হাসপাতালের সিও সাব উদ্দীন ও চেয়ারম্যান সুহেল খান, আকবর হুসাইন, ময়না মিয়া, সফুকুর রহমান, আনোয়ার হোসাইন, সামসুল আলম, লামিহা খান, ব্যারিস্টার হাদি খান, আনিশা খানমসহ বিভিন্ন বক্তা। এছাড়া কাউন্সিলর আহমেদুল কবির, ফারুক উদ্দীন, সাফি আহমেদ ও সাবরিনা খানও তাদের মূল্যবান বক্তব্য রাখেন।
মোড়ক উন্মোচন শেষে প্রদর্শন করা হয় কাকরদিয়া গ্রামের ইতিহাস ও ঐতিহ্যের নির্বাচিত চিত্র। একইসঙ্গে উদযাপন করা হয় ট্রাস্টের ২৪তম বর্ষপূর্তি। গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো হল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিশেষ করে নতুন প্রজন্মের উপস্থিতি ছিলো নজরকাড়া।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ট্রাস্টের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এবং জয়েন কোষাদক্ষ নাসিম আহমেদ এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জমির উদ্দীন খান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে হাফিজ আনসের অনুষ্ঠানটির সূচনা করেন।