ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় আটুলিয়ায় ওলামা সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের উদ্যোগে শনিবার সকাল ১০টায় ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আমীর মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত আলেম-ওলামাদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠান স্থল মুখরিত হয়ে ওঠে।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের গণমানুষের প্রিয় নেতা ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আলেম সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, দেশের জনগণ নৈতিকতা ও সুষ্ঠু নেতৃত্বের প্রতি আগ্রহী, আর সেই নেতৃত্ব প্রদানে আলেমদের ঐক্য ও কর্মতৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল মজিদ, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, ওলামা বিভাগের উপজেলা সভাপতি মাওলানা আমিনুর রহমান এবং উপজেলা শুরা সদস্য অধ্যক্ষ অহিদুজ্জামান। বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে আলেম সমাজের আদর্শিক দৃঢ়তা, দিকনির্দেশনা ও নেতৃত্ব আজ সময়ের দাবি।
অনুষ্ঠানে ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা অংশগ্রহণ করেন এবং সমকালীন জাতীয় পরিস্থিতি, মুসলিম সমাজের করণীয়, এবং ইসলামী শিক্ষা বিস্তারে বিভিন্ন দিক পর্যালোচনা করেন।
সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন ইউনিয়ন ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আতিকুর রহমান।






















