ইমরান খানের মুক্তির দাবিতে বাইডেনকে ৬০ কংগ্রেসম্যানের চিঠি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি চেয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি চিঠি পাঠিয়েছেন ৬০ জনেরও বেশি কংগ্রেসম্যান। তারা প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন ইমরান খানের মুক্তির জন্য পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করা হয়। এই চিঠিতে শুধু ইমরান খান নন, বরং পাকিস্তানে আটক সব রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিও উঠে এসেছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদন অনুযায়ী, ২৩ অক্টোবর বাইডেনকে এই চিঠি পাঠানো হয়। চিঠিতে আইনপ্রণেতারা পাকিস্তানের সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়, চলতি বছরের নির্বাচনে ব্যাপক অনিয়ম এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থক ভোটারদের ভোটাধিকার হরণসহ বিভিন্ন অপকর্ম। তারা দাবি করেন, এই নির্বাচনে ইমরান খানের দলকে বড় আকারে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখা হয় এবং বিপুলসংখ্যক রাজনৈতিক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়, কারাগারে ইমরান খানের নিরাপত্তা ও স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আশ্বাস চাইতে এবং সেখানে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তাদের ইমরানের সঙ্গে সাক্ষাৎ করার ব্যবস্থা গ্রহণ করা উচিত।
২০২২ সালের এপ্রিলে বিরোধীদের আনা অনাস্থা ভোটে ক্ষমতা হারান ইমরান খান। এরপর থেকে একাধিক আইনি সমস্যার মুখোমুখি হন তিনি। ২০২৩ সালের আগস্টে দুর্নীতির এক মামলায় ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। যদিও এই দণ্ড তাকে এমন সময়ে দেওয়া হয় যখন পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন নির্বাচনের উত্তাপে উত্তাল ছিল।