ইটভাঙা মেশিন পরিবহনকারী গাড়িতে নৈশকোচের ধাক্কা, নিহত ২
রংপুরের মিঠাপুকুরে নৈশকোচের ধাক্কায় ইটভাঙা মেশিন পরিবহনকারী গাড়ির দুই শ্রমিক নিহত হয়েছেন। তাঁরা ইটভাঙা মেশিনের শ্রমিক। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কর মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায় ড্রিম প্লাস পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার হলদিবাড়ি গ্রামের মৃত খোদা বকস এর ছেলে সেলিম (৪০) এবং একই এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে হাছেন মিয়া (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে কাজ শেষে ইটভাঙা মেশিন পরিবহনকারী গাড়িতে করে শ্রমিকরা বাড়ি ফিরছিলেন। রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে রংপুরগামী সৌখিন পরিবহনের একটি নৈশকোচ গাড়িটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ২ শ্রমিক নিহত হন।
বড়দারগাহ হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুর রাশেদ বলেন, বাসের ধাক্কায় ইটভাঙা গাড়িতে থাকা ২ শ্রমিক নিহত হয়েছেন। বাসটি আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।