ইউটিউব বদলে দিল ভাগ্য: ভিডিও বানিয়ে মাসে লাখ টাকা আয় করছেন বদলগাছীর তানভীর রায়হান

প্রযুক্তি আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে যে কোনো প্রত্যন্ত গ্রাম থেকেও নিজেকে প্রতিষ্ঠা করা সম্ভব, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নওগাঁর বদলগাছী উপজেলার চাংলা গ্রামের তরুণ তানভীর রায়হান।
শখের বসে ইউটিউবে মাছের ভিডিও তৈরি শুরু করে তিনি এখন একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর। প্রতি মাসে তার আয় লক্ষাধিক টাকা, যা দিয়ে তিনি নিজের ও পরিবারের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন।
তানভীর রায়হান বদলগাছীর চাংলা গ্রামের এক সাধারণ কৃষক পরিবারের সন্তান। বগুড়ার একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করার সময়ই তিনি ইউটিউবের প্রতি আগ্রহী হন। বিশেষ করে করোনা মহামারীর সময় যখন সবকিছু স্থবির, তখন তিনি পুকুরের মাছ নিয়ে কন্টেন্টের বিষয়বস্তু হিসেবে বেছে নেন।
তিনি নামে Fish and Fishing নামে একটি ইউটিউব চ্যানেল খোলেন। তার ভিডিওর মূল উপজীব্য হলো গ্রামের পুকুর, বিল-নদীতে জাল ফেলে বা বিভিন্ন দেশীয় পদ্ধতিতে মাছ ধরার প্রাকৃতিক দৃশ্য। কোনো প্রকার কৃত্রিমতা ছাড়াই নিজের দেখা গ্রামীণ জীবনকে তিনি ক্যামেরাবন্দী করতে শুরু করেন।
প্রথম দিকে তেমন সাড়া না পেলেও তিনি হাল ছাড়েননি। ধীরে ধীরে তার সাবলীল উপস্থাপনা এবং গ্রামের খাঁটি চিত্র মানুষের মন কাড়তে শুরু করে। বিশেষ করে শহুরে জীবনে অভ্যস্ত মানুষ এবং প্রবাসীরা তার ভিডিওর মাধ্যমে তাদের ফেলে আসা শৈশব ও গ্রামের স্মৃতি খুঁজে পান। অল্প সময়ের মধ্যেই তার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়তে থাকে এবং ভিডিওগুলোতে লাখ লাখ ভিউ হতে শুরু করে।
সাফল্যের বিষয়ে তানভীর রায়হান বলেন, “প্রথমদিকে পরিবার বা প্রতিবেশীরা বিষয়টিকে ভালোভাবে নেয়নি। সবাই ভাবত, এসব করে সময় নষ্ট করছি। কিন্তু আমি আমার কাজের প্রতি সৎ ছিলাম। গ্রামের জীবনকে আমি ভালোবাসি, আর সেটাই সততার সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। দর্শকরা আমার এই সততাকেই গ্রহণ করেছেন।
এখন ইউটিউব থেকে যা আয় হয়, তা দিয়ে পরিবারকে সহায়তা করতে পারছি, নিজের পড়াশোনার খরচ চালাচ্ছি এবং উন্নত সরঞ্জাম কিনছি। এটাই আমার সবচেয়ে বড় আনন্দ।
তানভীরের বাবা জানান, “ছেলেটা সারাদিন ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াতো, আমরা প্রথমে কিছুই বুঝতাম না, বকাঝকাও করতাম। এখন ওর সাফল্যে আমরা গর্বিত।
তানভীরের সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি গ্রামের অন্য তরুণদের জন্যও এক নতুন পথের দিশা। তিনি প্রমাণ করেছেন, সুযোগের জন্য শহরের দিকে তাকিয়ে না থেকে নিজের মেধা, সৃজনশীলতা আর আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রত্যন্ত গ্রামে বসেই বিশ্বব্যাপী পরিচিতি ও আর্থিক সচ্ছলতা অর্জন করা সম্ভব। তানভীর রায়হান এখন বদলগাছী তথা নওগাঁর তরুণদের কাছে এক অনুপ্রেরণার নাম।