ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (UKBCCI)-এর বোর্ড অব ডিরেক্টরসদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (USBCCI) প্রেসিডেন্ট মোহাম্মদ লিটন আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন ইউকেবিসিসিআই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুম খালিক (জামাল)। ডিরেক্টরদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইস্ট অব ইংল্যান্ড রিজিওনাল প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান জয়নাল, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাফেয়ার্স ডিরেক্টর রহিমা মিয়া এবং ইস্ট অফ ইংল্যান্ড রিজিওনাল মেম্বার মারাজ চৌধুরী। ইউকেবিসিসিআই প্রেসিডেন্ট এম. জি. মৌলা মিয়া এমবিই জুম লিংকের মাধ্যমে সভায় যোগ দেন।
ইউএসবিসিসিআই-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মোহাম্মদ লিটন আহমেদ, মেড ইন বাংলাদেশ এক্সপো লিমিটেডের ডিরেক্টর কয়নুর আহমেদ এবং ইউএসবিসিসিআই উইমেন এন্ট্রেপ্রেনিউর কমিটির চেয়ারপারসন রুমা আহমেদ।
সভায় ইউকেবিসিসিআই যুক্তরাজ্যে ইউএসবিসিআই-এর কার্যক্রম এবং যুক্তরাষ্ট্রে তাদের নেতৃত্বে পরিচালিত কার্যকরী উদ্যোগগুলোর প্রশংসা করে। তারা মনে করে, এ ধরনের উদ্যোগ বৈশ্বিক বাংলাদেশি ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে আরও শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে সহায়ক হবে।
ইউকেবিসিসিআই আশা প্রকাশ করে যে ভবিষ্যতে ইউএসবিসিসিআই-এর সাথে যৌথভাবে কাজ করার মাধ্যমে বাণিজ্য, উদ্যোক্তা উন্নয়ন এবং উদ্ভাবনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।