মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭ টার সময় পটুয়াখালী শহরের চৌরাস্তায় ফুড গার্ডেন রেস্তোরাঁর সামনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে আগত আগামী জাতীয় সংসদ নির্বাচনের গনঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী সহ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং পটুয়াখালী জেলার গণঅধিকার, ছাত্র অধিকার সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তৃতায় ভিপি
নুরুল হক নুর বলেন,আপনারা দেখেছেন গণ-অভ্যুত্থানের পূর্বে ফ্যাসিস্ট সরকারের বার বার টার্গেটে পরিণত হয়েছিলাম তখন আমি বলেছিলাম এমন একদিন আসবে যখন মুজিবকোর্ট পর্যন্ত কেউ পরতে চাইবে না আজ তা সত্যি হয়েছে। ফ্যাসিস্ট শক্তিকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম ছাত্র, যুবক, তরুণরা যদি এক হয় তাহলে ফ্যাসিস্টদের পরিণতি কি হয় সেটা পৃথিবীর ইতিহাসে লেখা আছে। বার বার হামলার শিকার হয়েও এখন পর্যন্ত বেঁচে আছি আপনাদের দোয়া ও ভালবাসায়। আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটা জাতীয় সরকার গঠিত হোক যেই সরকারে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে এবং যেই জাতীয় সরকার আগামী পাঁচ বছর বাংলাদেশকে একটি স্থিতিশীল ও স্বাবলম্বী রাষ্ট্রে পরিণত করবে। সেই লক্ষ্যে আমরা কাজ করব। যদি কোন অনৈক্যের কারণে আ'লীগ ফিরে আছে তাহলে সবার কপালে শনির দশা আছে যার কারণে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকা জরুরি। গণ-অভ্যুত্থানের পরেও আমরা যদি বক্তৃতা করি এক আর কাজে করি আরেক তাহলে
মানুষ কিন্তু আমাদের ও বিপক্ষে দাড়াবে তাই গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ কে বলব আওয়ামী লীগের পতন ও জুলাই গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে নিজেদের কে পরিবর্তন করতে হবে । পথসভায় পটুয়াখালী জেলাধীন বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।