ক্ষমতার দাপট দেখিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে লালমনিরহাট জেলা শহরের বিডিআর গেট সংলগ্ন মেইন রোডের পাশে রেলওয়ের জমি দখল করে অবৈধভাবে নির্মিত সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মৃত জহুরুল হক মামুনের কয়েক কোটি টাকার মার্কেট গুড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রোববার (১২জানুয়ারি) দিনব্যাপী উচ্ছেদ অভিযানের নিয়মিত অংশ হিসেবে ওই অবৈধ মার্কেট উচ্ছেদ করা হয়েছে।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে সহকারী স্টেট অফিসার আব্দুর রাজ্জাক এঁর নেতৃত্বে দিনব্যাপী ওই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। একই অভিযানে বিডিআর গেট রেললাইনের পাশে থাকা অবৈধ ভাবে গড়ে উঠা ১৭টি ফলের দোকানও উচ্ছেদ করা হয়। অভিযানে রেলওয়ের প্রায় এক একর জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
গত আওয়ামী লীগের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে সাবেক ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা জহুরুল হক মামুন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মতিয়ার রহমানের ভাতিজা সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেনসহ আওয়ামীলীগের কতিপয় নেতা মিলে রেলওয়ের জমি দখল করে একটি আলিশান মার্কেট তৈরি করে।
এরপর রেলওয়ে কর্তৃপক্ষ বারং বার তাদের নোটিশ দেওয়ার পরেও দলীয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে মার্কেট নির্মাণ ও ভাগ বাটোয়ারা করে নেয় আওয়ামী লীগের এসব নেতৃবৃন্দ। পরে মার্কেট নির্মাণের কয়েকবছর পর সাবেক ছাত্রলীগ ও আওয়ামীলীগ নেতা জহুরুল হক মামুন মারা গেলে তার পরিবারের দখলে থাকে মার্কেটটি।
পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর অন্তর্বতীকালীন সরকার গঠন হলে জেলা আওয়ামী লীগের শীর্ষ সকল নেতা পালিয়ে যায়। এরপর রেলওয়ে বিভাগীয় কর্তৃপক্ষ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পরিচালনা শুরু করে।
তবে দীর্ঘদিন ধরে আওয়ামীলীগ নেতাদের দখলে থাকা অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করায় স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে। তারা অন্তর্বতীকালীন সরকার ও রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এ বিষয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে সহকারী স্টেট অফিসার আব্দুর রাজ্জাক বলেন, রেলওয়ের জমিতে অবৈধ নির্মিত স্থাপনা উচ্ছেদ অভিযানের নিয়মিত অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
একইদিন প্রায় রেলের এক একর জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের জমিতে যত অবৈধ স্থাপনা আছে, পর্যায়ক্রমে সকল স্থপনা উচ্ছেদ করা হবে বলেও তিনি জানান।