আলিয়ার নববর্ষ নিজের জন্য ৭ হাজার, মেয়েকে পরালেন ৬৬ হাজারের পোশাক
বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাটের কন্যা রাহার বয়স সবে দুই পেরিয়েছে। তাতে কী— কাপুর এখনই পুরোদস্তুর তারকা। তাকে এক ঝলক দেখার জন্য ছুটে বেড়ান মুম্বাইয়ের ফটোসাংবাদিকরা। রাহা হাসলে, কাঁদলে, আর বাবা-মায়ের কোলে বসে ছবি তুললেও বড় খবর। ভাইরাল হয় সেই ছবি। নীল চোখ আর বাদামি চুলের ফুটফুটে রাহার ‘ফ্যানপেজ’-এ চোখ পেতে থাকে ৩১ হাজার ভক্ত-অনুরাগীরা।
তাই স্বাভাবিকভাবেই নববর্ষের রাতে বাবা-মায়ের সঙ্গে রাহা কী করল, তা নিয়ে কৌতূহল ছিলেন ভক্তরা। দেখা গেল বাবা-মা, ঠাকুমা-দিদা-পিসির সঙ্গে জমিয়ে ‘পার্টি’ করেছে দুই বছরের রাহাও। তবে পার্টিতে রাহার পোশাকের দাম চমকে দিয়েছে বহু বলিউড তারকাকেও। কারণ বর্ষবরণের পার্টিতে ছোট্ট রাহাকে যে জামাটি পরিয়েছিলেন আলিয়া, তার দাম কত জানেন কি?
রাহার জামাটি ইতালির পোশাকের ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাবানার পপি ফ্লাওয়ার সংগ্রহের ছোটদের পোশাক। সাদা সুতির ফ্রকের ওপর উজ্জ্বল লাল রঙের পপি ফুলের ছাপ। ফ্রিল দেওয়া ছোট্ট হাতা দুটি ছাড়া জামার নকশা বলতে ওপরের অংশ বা বডিসে হানিকম্ব করা সাদা কাপড়ের ওপর কালো সুতায় আঁকা ব্র্যান্ডের লোগো। ডলচে অ্যান্ড গাবানার ওয়েবসাইটেই দেখা যাচ্ছে, পোশাকটির আমেরিকান ডলার ৫৫৫, যা (১২০ টাকা ডলার হিসাবে) বাংলাদেশি মুদ্রায় ৬৬ হাজার ৬০০ টাকা।
মেয়ের পোশাকেরই দাম যদি ৬৬ হাজার ৬০০ হয়, তবে মা বলিউডের নায়িকা আলিয়ার পোশাকের দাম কত হতে পারে, ভেবে যারা অঙ্ক কষছেন, তারা হতাশ হবেন। কারণ মেয়েকে দামি পোশাক পরালেও বর্ষবরণের পার্টির জন্য আলিয়া নিজে বেছে নিয়েছিলেন একটি কালো রঙের লিনেনের পোশাক, যা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। উৎসব উপলক্ষ্যে বহু মধ্যবিত্ত ৬-৭ হাজার টাকার শাড়ি কেনেন। আলিয়া যে পোশাকটি পরেছিলেন, তার দাম ৬ হাজার ৫৯০ টাকা।
বেলুন স্লিভস আর একটু বেশি ঝুলের গলাই পোশাকটির বৈশিষ্ট্য। আলিয়া ওই পোশাক কিনেছেন ‘সামার সামহোয়্যার’ নামে একটি ব্র্যন্ড থেকে। রণবীরও আলিয়ার মতোই কালো পোশাক পরেছিলেন। লিনেনের কালো ট্রাউজারের সঙ্গে কালো শার্ট না গুঁজে পরেছিলেন রণবীর।
ঘরোয়া পার্টির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নীতু কাপুর। তাতে রণবীর-আলিয়া-রাহাকে ছাড়াও দেখা গেছে রণবীরের দিদি ঋদ্ধিমা কাপুর, জামাইবাবু, তাদের কন্যা এবং আলিয়ার মা সোনি রাজদানকে।